ডেস্ক রিপোর্ট : রমজান মাসকে সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) ৯০ ডিলারের মাধ্যমে সোমবার থেকে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে।
এর মাধ্যমে ৫৫ টাকা কেজি দরে চিনি, ৭০ টাকা কেজি দরে ছোলা, লিটার প্রতি ৮৫ টাকা দরে সয়াবিন তেল এবং ৮০ টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি শুরু হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় টিসিবি’র ডিলার মতিউর রহমান, টিসিবি’র কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে সরকার খোলা বাজারে পণ্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে।
টিসিবি সূত্র জানায়, মোট ৯০ ডিলার নগরীর বিভিন্ন স্থানে এই পণ্য বিক্রি করবে এবং এর মধ্যে পাঁচ ডিলার ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রি করবে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে