আন্তর্জাতিক রিপোর্ট : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা জানিয়ে পিয়ংইয়ংয়ের পারমানবিক কর্মসূচির লাগাম টেনে ধরতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ কড়া পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে। খবর এএফপি’র।
উত্তর কোরিয়া বারবার যুক্তরাষ্ট্রের মূল ভূ-খন্ডে পারমানবিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আসছে। সে লক্ষে তারা শক্তিশালী পারমানবিক ক্ষেপণাস্ত্র তৈরী করার প্রচেষ্টা চালাচ্ছে। রোববার তারা যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় সেটি উত্তর কোরিয়ার এ যাবতকালের সবচেয়ে দীর্ঘপাল্লার বলে ধারণা করা হচ্ছে।
পিয়ংইয়ং জানায়, তাদের হোয়াসং-১২ নামের নতুন ক্ষেপণাস্ত্রটি ‘শক্তিশালী পরমাণু বোমা’ বহনে সক্ষম।
উত্তর কোরিয়ার মূল মিত্র চীনসহ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যরাষ্ট্র পিয়ংইয়ংয়ের তীব্র এই অস্থিতিশীল আচরণের জন্যে সোমবার দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের অঙ্গীকার করে।
যুক্তরাষ্ট্র সম্ভাব্য নতুন অবরোধ নিয়ে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে মঙ্গলবার নিরাপত্তা পরিষদ রুদ্ধদ্বার জরুরি বৈঠকে বসবে বলে আশা করা হচ্ছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে