ডেস্ক রিপোর্টঃ যশোর-মাগুরা মহাসড়কের মাগুরা অংশের সীমাখালী সেতু আজ সকালে ভেঙ্গে পড়েছে।  অতিরিক্ত পাথরবাহী যানবাহন চলাচলের কারণে সেতুটি ভেঙ্গে গেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সড়ক ব্যবহারকারী যানবাহনসমূহকে বিকল্প পথ হিসেবে যশোর-ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক এবং যশোর-নড়াইল-মাগুরা আঞ্চলিক সড়ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। সীমাখালী সেতুটি জরুরিভিত্তিতে পুনঃনির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে