কাওছার হামিদ কিশোরগঞ্জ(নীলফামারী)॥থেকে, ম.রিতে চাইনা আমি এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই! তাই এই সুন্দর পৃথিবী ছেড়ে কেহই যেতে চায় না । বাবা মায়ের একমাত্র আদরের দুলাল মতিউর (সিয়াম বাবু) (২) জন্মের ২২ দিন পর জ্বর দেখা তার শরীরে স্থানীয় ভাবে একাধিকবার চিকিৎসার নেওয়ার পর জ্বর ভালো হয় না। পরে রংপুর মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ধরা পরে দুরারোজ্ঞ ব্যধি হার্টের রোগ,পর্যায় ক্রমে চলতে থাকে চিকিৎসা। বিশেষজ্ঞ ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানান তার হার্টের ভাল্পে তিনটি ছিদ্রা হয়েছে। শিশু মতিউর (সিয়াম বাবু) বর্তমান জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল শেরে-বাংলা নগর ঢাকা কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এস.কে.এ রাজ্জাক এর চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে হবে এবং অপারেশন করতে হবে অপারেশনে প্রায় ৫ লক্ষাধিক টাকার প্রয়োজন। সঠিক সময়ে অপারেশন করতে না পারলে শিশু মতিউর (সিয়াম বাবুকে) বাঁচানো সম্ভব হবে না। দিন মজুর বাবা রানা মিয়ার পক্ষে এত টাকা যোগার করা সম্ভব নহে, তাই একমাত্র আদরের দুলাল শিশু মতিউর (সিয়াম বাবুকে) বাঁচাতে দেশের সকল ধর্ণাঢ্য,বিত্তবান দানবির মানুষের নিকট সাহায্যের চেয়েছেন। আপনার দেওয়া সমান্নটুকু অর্থ বাঁচাতে পারে শিশু মতিউর (সিয়াম বাবুর) জীবন। সাহাস্য পাঠাবার ঠিকানা সঞ্চয়ী হিসাব নং-৬৫৬৮,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক টোপার হাট শাখা, কিশোরগঞ্জ,নীলফামারী। বিকাশ ০১৯৯২৮৯৪৯২২। শিশু মতিউর (সিয়াম বাবুর) সংক্ষিপ্ত পরিচয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের চেকপোষ্ট সংলগ্ন সরকার পাড়া গ্রামের বাবা রানা মিয়া ও মা মুক্তা বেগমের একমাত্র ছেলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে