ডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন নদ-নদীর ৮০টি স্থানে পানি বৃদ্ধি ও ১০টি স্থানে হ্রাস পেয়েছে। ৩টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি বৃদ্ধি আগামী ৭২ ঘন্টা এবং সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
তবে কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল হয়ে যেতে পারে।
সুরমা নদীর দু’টি পয়েন্ট কানাইঘাট ও সুনামগঞ্জ এবং যদুকাটা নদীর লরেরগড় পয়েন্টে পানি সমতলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে ২৭ সে.মি., সুনামগঞ্জে ৪৭ সে.মি. এবং লরেরগড়ে ১১৮ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে