কিশোরগঞ্জ(নীলফামারী)॥থেকে,কাওছার হামিদ :কয়েক দিনের টানা বর্ষনে বুল্লাই নদীর পানি বৃদ্দি হয়ে নদীর তীরবর্তী প্রায় ৫শতাধিক জমির ধানক্ষেত ডুবে গেছে যেসব এলাকার ক্ষতিগ্রস্থ হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের বাফলা,গাড়াগ্রাম ইউনিয়নের খামারগাড়াগ্রাম, সয়ড়াগন্ধা বাবু পাড়া,মন্ডলপাড়া,বুল্লাইপাড়া,মাগুড়া ইউনিয়নের কুটিপাড়া,মাগুড়া বাজার,চন্দেরহাট এলাকার আলদাতপুর,মাগুড়া ইউনিয়নের ফুলেরঘাটসহ অন্যান্য এলাকা। ধানক্ষেত পানিতে ডুবে যাওয়ায় এসব এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। এছাড়া নদী এলাকার রাস্তাঘাট ভেঙ্গে গেছে জনসাধরনের চলাচলের বেঘাত ঘটছে ফলে অত্র এলাকার একাধিক জমির মালিক জানিয়েছেন এভাবে টানা বর্ষন হতে থাকলে ক্ষতির আসংখ্যা ক্রমাগত বৃদ্দি পাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে