biometric

বিডি নীয়ালা নিউজ(৪ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ জনগণকে আশ্বস্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিজের মোবাইল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফিকেশন করবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারান হালিম।
আঙুলের ছাপ পদ্ধতিতে মোবাইল সিম ভেরিফিকেশন কার্যক্রম নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন,প্রধানমন্ত্রী আমাদের, জনগণকে আশ্বস্ত করতে নিজের সিম নিজে আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফিকেশন করে নেবেন। এর মাধ্যমে জনগণ আশ্বস্ত হবেন যে,আঙুলের ছাপ সংরক্ষণ করছি না।

‘জনগণের সবোর্ত্তম স্বার্থ সংরক্ষণের জন্য, সন্ত্রাস-জঙ্গিবাদ, অবৈধ ভিওআইপি, ক্ষতিকারক কাজগুলো বন্ধ করতে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করছি।’

আঙুলের ছাপ সংরক্ষণসহ অপারেটররা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির শর্ত লঙ্ঘন করলে ৩০০ কোটি টাকা জরিমানা গুণবে বলেও মন্ত্রিসভায় জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, অর্থমন্ত্রী বললেন যে প্রোপাগান্ডা চলছে সে বিষয়ে জানতে চাই। আঙ্গুলের ছাপ কোনো অবস্থাতে সংরক্ষণ করা হচ্ছে না। আঙুলের ছাপ দেওয়ার পর বাইনারি কোডে পরিণত হচ্ছে, তারপর এনআইডি তথ্য ভান্ডারে জমা থাকা ছাপের সাথে মিলছে কি না- সেই বার্তা আসছে।

মন্ত্রিসভাকে এই পদ্ধতি জানিয়ে দেওয়ার সুযোগ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, এর মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি কেটে যাবে।

বিভিন্ন দেশে আঙুলের ছাপ ব্যবহার করার তথ্য মন্ত্রিসভায় উপস্থাপন করেন তারানা হালিম।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে