west_indis

বিডি নীয়ালা নিউজ(৩ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ ব্রেথওয়েটের জয়সূচক ছয়ের পরপরই পুরো মাঠজুড়ে ক্যারিবীয় উচ্ছ্বাস। সহকারী কোচ কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস ক্যামেরার সামনে এসে আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিলেন, তিনটি শিরোপাই তাদের।

হ্যা,পুরো বছরটা নিজেদের করে নিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। শুরুটা সেই, ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে। মিরপুরে ভারতকে হারিয়ে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ যুব দল। এরপর আরো দুইটি শিরোপা জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রমাণ করলো, বছরটিই শুধুমাত্র তাদের। সেটা ফেব্রুয়ারির কথা। একমাস পেরোতে না পেরোতেই আরো দুই দুইটি শিরোপা উঠলো ক্যারিবীয়ানদের ঘরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নারীদের ম্যাচে তিনবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় স্টেফানি টেলরের দল। গ্রুপ পর্বে বাংলাদেশ ও ভারত হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ নারী দল। এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ছয় রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় দলটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে