ডেস্ক রিপোর্টঃ ভারতীয় হাই-কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১লা জানুয়ারি ২০১৭ সাল থেকে সকল বাংলাদেশি ভ্রমণকারী কোনও ই-টোকেন বা আগাম অ্যাপয়েন্টমেন্টের তারিখ ছাড়াই ‘ট্যুরিস্ট ভিসা’র জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় ভিসা প্রক্রিয়া উন্মুক্ত ও সহজ করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আর এই ব্যবস্থায় বাংলাদেশিরা বিমান, ট্রেন বা বাস এই তিনভাবেই ভারত ভ্রমণে যেতে পারবেন।

তবে ই-টোকেন ছাড়া ভারত ভ্রমণের এই সরাসরি আবেদনপত্র শ্যামলীতে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে জমা দিতে পারবেন।

ভারতীয় হাই কমিশন জানাচ্ছে ভারতে নিশ্চিত ভ্রমণকারী ও প্রবীণ নাগরিকদের সরাসরি টুরিস্ট ভিসার আবেদনপত্র গ্রহণ করা হবে শ্যমলী শাখায়।

বাংলাদেশিরা ভারতীয় ভিসার সংগ্রহের জন্য ভোগান্তির শিকার হন এমন অভিযোগ বহুদিন ধরেই শোনা যায়।

এমনকি ই-টোকেন চালুর পরও এটি সংগ্রহে ভোগান্তি ও এ নিয়ে রমরমা ব্যবসার খবরও হয় চলতি বছরের শুরুর দিকে।

কিন্তু পরবর্তীতে ভারতীয় হাই কমিশন জানায় যে ই-টোকেন পদ্ধতি নিয়ে যে বাংলাদেশি আবেদনকারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে সে বিষয়ে তারা ভাবছে।

এই ভিসা আবেদনের পদ্ধতি সহজ ও দুর্নীতিমুক্ত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে বলেও তখন জানিয়েছিল দিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র।

আজ ভারতীয় হাই কমিশন বিজ্ঞপ্তিতে বলেছে, দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও সুন্দর করার লক্ষ্যেই আগামী বছরের শুরু থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি আরও সহজ করা হচ্ছে।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে