bird

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের ফেনীতে উদ্ধার করা পাখির মধ্যে বিলুপ্ত প্রজাতির মুনিয়া, টিয়া, ময়না, তোতা ও শালিক পাখি রয়েছে।

র‍্যাব ও বনবিভাগের কর্মকর্তারা সব মিলিয়ে প্রায় দেড়হাজার পাখি উদ্ধার করেছেন ।

এসব পাখি অবৈধভাবে ধরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, এখন যেহেতু ধান পাকার মৌসুম। প্রচুর পাখি এসময় ধানক্ষেতের আশেপাশে দেখা যায়।

র‍্যাব -৭ এর ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাফায়েত জামিল ফাহিম আজ একটি প্রেস ব্রিফিং করে জানান, গোপন খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহীপাল সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একহাজার চারশো একান্নটি পাখি উদ্ধার করা হয়।

তিনি জানান, চটগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা সহ অন্যান্য স্থান থেকে এসব পাখি ধরে চোরাই ভাবে ঢাকা নিয়ে চড়া দামে বিক্রি করা হয়।

দুপুরের দিকে আবার মুক্ত করে দেয়া হয় উদ্ধার করা পাখিগুলো।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে