ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কিছু কিছু শেয়ারের দাম বেড়েছে।
দর বৃদ্ধির ক্ষেত্রে আজ যেসব খাত শীর্ষে ছিল তার মধ্যে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত, টেক্সটাইল ও খাদ্য। ইন্স্যুরেন্স ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এ ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৫৪১২ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়ায়। ব্লু-চিপ ডিএস৩০ ও শারিয়া ডিএসইসও এরই প্রবণতায় যথাক্রমে ১১ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২০০৯ দশমিক ২৫ পয়েন্টে এবং ৫ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১২৬৩ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়ায়।
আজ শেয়ারের লেনদেনও বৃদ্ধি পায়। বুধবার ঢাকা স্টক একচেঞ্জে ১৬ কোটি ৪১ লাখ শেয়ারের হাত বদল হয়েছে। এদিন ৫৪৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ দিনের ৩২৪টি কোম্পানির লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১২৯টির দাম বেড়েছে এবং কমেছে ১৪৩টির।
সবচেয়ে বেশি মূল্য বৃদ্ধি হয় পেনিসুলা চিটাগাং, আইসিবি ৩য় এনআরবি, পিটিএল, জিএইচআইএল ও প্যারামাউন্ট হারভেস্ট। সবচেয়ে বেশি মূল্য কমেছে রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, ফার্স্ট ফিন্যান্স, ফিনিক্স ইন্স্যুরেন্স ও নর্দান ইন্স্যুরেন্স কোম্পানির।
মূল্য সূচকের শীর্ষে ছিল ইফাদ অটোস। এরপর ছিল বারাকা পাওয়ার, কেক্সিমকো, পিটিএল ও এজিএনআইএসওয়াইএসএল।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে