ডেস্ক রিপোর্ট :আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও আনুষ্ঠানিক অনুশীলন ম্যাচের আগে গত রাতে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। স্কটল্যান্ডের কাছে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ৭ উইকেটে হারের লজ্জা পেয়েছিলো এ্যাঞ্জেলো ম্যাথুজের নেতৃত্বাধীন লংকানরা।
বেকেনহ্যামের কেন্ট ক্রিকেট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে এবার প্রথমে ফিল্ডিং করতে নামে শ্রীলংকা। আগের ম্যাচে ২৮৮ রান অনায়াসে স্পর্শ করে ফেলা স্কটল্যান্ড এবার ১৬৬ রানেই গুটিয়ে যায়। তখনো ইনিংসে ৭ ওভার বাকী ছিলো। স্কটিশদের পক্ষে ওয়ালেস ৪৬ ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ার ক্রস ২৭ রান করেন। শ্রীলংকার সান্দাকান ৪ ও কুলাসেকেরা ২ উইকেট নেন।
জবাবে উপুল থারাঙ্গার অপরাজিত ৫৩ ও কুশল মেন্ডিসের অপরাজিত ৭৪ রানে ২২ দশমিক ৫ ওভারেই জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলংকা।
৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে শ্রীলংকা। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। ২৬ মে অস্ট্রেলিয়া ও ৩০ মে নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে শ্রীলংকার।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে