ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” ‘এডিস মশা থেকে নিরাপদ থাকুন, ডেঙ্গু চিকনগুনিয়া প্রতিরোধ করুণ’ এমন শ্লোগানে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান।

গত বুধবার (৭-আগস্ট) সকাল ১১ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ডেঙ্গু নিধন ও প্রতিরোধ করার লক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত¡রের আশপাশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ডিমলা বাবুরহাটের প্রতিটি অলি-গলি এ পরিস্কার অভিযান চলছে। অভিযানের নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার মুন।

এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী এর নেতৃত্বে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

পরিস্কার পরিচ্ছন্নতার কাজে যোগ দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, উপজেলা মৎস্য অফিসার মোছা: শামীমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও আওয়ামীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার মুন বলেন, আসুন নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি। পরিস্কার পরিচ্ছন্নতা এমন একটি বিষয় যা সকলেই পছন্দ করে। প্রশাসনের উদ্দ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারনা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে এবং চলবে। সেই সাথে তিনি আরো বলেন, আমার জায়গা থেকে আমি নিজেই পরিস্কার থাকব ! আপনি আপনার জায়গা থেকে পরিস্কার থেকে সুস্থ্য থাকুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে