AJLIB (Association of Japanese Language Institutes in Bangladesh) এর উদ্যোগে ১৬ সেপ্টেম্বর’২৩ শনিবার কৃষিবিদ ইন্সটিটিউ কমপ্লেক্স ওডিটরিয়াম, খামার বাড়ি, ঢাকায় অনুষ্ঠিত হয় জাপানে উচ্চশিক্ষা ও জাপানিভাষা শিক্ষার মান উন্নয়নের কর্মশালা।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন আজলিবের নব মনোনীত সভাপতি জনাব ওয়াকিল আহমেদ, সাধারণ-সম্পাদক প্রফেসর মো সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মন্ডল, আর্ন্তজাতিক সম্পাদক মোজ্জামেল হক মাসুম, সহ-সভাপতি রাকিব শাহরিয়ার, সহ-সভাপতি মারুফ খান, যুগ্ম সম্পাদক কামরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক মান্সুরা মাহমুদা, উপদেষ্টা নুরুজ্জামান স্বপন প্রমূখ । উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ৩৮টি জাপানিভাষা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ ও শিক্ষকমন্ডলী।

ওয়ার্কসপে উপস্থিত সকল প্রতিষ্ঠানের কর্তৃকপক্ষগণ জাপানি ভাষা শিক্ষার উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। জাপানে বেশী সংখ্যক শিক্ষার্থী প্রেরণে সবাই ঐক্যবদ্ধভাবে সুষ্ঠুপরিকল্পনা নিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ওয়ার্কশপ চলাকালীন অনলাইনে যুক্ত হন জনাব মো: জয়নাল আবেদীন, জাপানস্থ বাংলাদেশ এম্বাসীর, ফার্স্ট সেক্রেটারী, লেবার উইংস, জাপান। তার আলোচনায় মূল্যবান তথ্য ও বাংলাদেশী শিক্ষার্থীদের জাপানে বিভিন্ন সুযোগ-সুবিধা ও অপার সম্ভাবনা দিকগুলো তুলে ধরেন। সাথে সাথে সবাইকে ঐকবদ্ধ্যভাবে একসাথে কাজ করার পরামর্শ দেন।

পরিশেষে সভাপতি জনাব ওয়াকিল আহমেদ সকলকে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠুপরিকল্পনার মাধ্যমে এক সাথে কাজ করতে আগ্রহী হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও সবার মঙ্গল কামনা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে