মনিরুজ্জামান মুন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় চাকরির প্রলোভন দেখিয়ে আব্দুস সালাম সরকার সাহিন নামের এক শিক্ষিত বেকার যুবকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর বিরুদ্ধে।

অভিযুক্ত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। আর ভুক্তভোগী আব্দুস সালাম সরকার উপজেলার উত্তর জাওরানী এলাকার নুরুল হক সরকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে আব্দুস সালাম সরকারকে প্রতিবন্ধী স্কুলে প্রশিক্ষক হিসেবে চাকরি নিয়ে দিবেন বলে ২ লক্ষ টাকা নেন ভাইস চেয়ারম্যান মিরু। তবে এখন পর্যন্ত তার চাকরি নিয়ে দিতে পারেননি মিরু। চাকরি বাবদ দেয়া টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় তারিখ দিয়ে টালবাহনা শুরু করেন মিরু।

ভুক্তভোগী আব্দুস সালাম সরকার বলেন, ভাইস চেয়ারম্যান মিরু শুধু আমার টাকা নয়, চাকরি দেয়ার কথা বলে অনেকের কাছে মোটা অংকের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। মিরু একজন প্রতারক, ধোঁকাবাজ, বাটপার। আমি এর সঠিক বিচার চাই।

এই বিষয়ে অভিযুক্ত হাতিবান্ধা উপজেলা ভাইস চেয়ারম্যান মিরুর সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে