গোলাপগঞ্জ (সিলেটপ্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে করোনা ভাইরাস সন্দেহে আরোও ৫ জনের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়েছে। ৮ এপ্রিল বুধবার করোনা ভাইরাস সানাক্তকরণের জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জনের নমুনা সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর আগে ৬ ও ৭ এপ্রিল ৫ জনের নমুনা পাঠানো হয়, এই ৫ জন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

অন্যদিকে করোনা আত্রুান্ত রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গোলাপগঞ্জ উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্যকমপ্লেক্সের নতুন ভবনের ২য় তলায় বর্তমানে ২ শয্যা বিশিষ্ট্য একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তা বাড়ানো হবে। এতে রয়েছে ২টি অক্সিজেন এবং পর্যাপ্ত পিপিই সহ ২ জন স্বাস্থ্য কর্মী সার্বক্ষনিক নিয়োজিত রয়েছেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দশনা অনুযায়ী আমরা করোনা ভাইরাসের যাবতীয় উপসর্গ নির্ণয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করছি। ৬ ও ৭ এপ্রিল গোলাপগঞ্জ উপজেলা থেকে যে ৫ জনের নমুনা পাঠানো হয়েছে তাদের ফলাফল নেগেটিভ এসেছে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা সার্বক্ষনিক প্রস্তুত রয়েছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে