google

বিডি নীয়ালা নিউজ(১৭ই মে১৬)-বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদন:  গুগলকে রেকর্ড পরিমাণ ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার অ্যান্টিট্রাস্ট জরিমানা করেছে ইউরোপীয় কমিশন।

ইন্টারনেট সার্চে শপিং সার্ভিসের প্রচারণা করার কারণে সেই ২০১০ সাল থেকে গুগলকে অভিযুক্ত করে আসছে ইউরোপীয় ইউনিয়ন। ব্যাপারটি সম্বন্ধে ওয়াকিবহাল বিভিন্ন ব্যক্তিত্ত্ব ইতোমধ্যে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে যে, বিগত ৬ বছরের মধ্যে তিন বার ব্যপারটির সুরাহা করতে ব্যর্থ হওয়া গুগল এবার আর ইউরোপীয় ইউনিয়ন থেকে রক্ষা পাবে না।

টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে জানায়, গোপন সূত্র থেকে জানা গেছে যে, আগামী মাসেই সংশ্লিষ্ট কর্মকর্তারা জরিমানার ঘোষণা দিবেন।

সংবাদপত্রটি জানায়, নিজের অনুকূলে সার্চ রেজাল্ট উপস্থাপন করা থেকেও নিষিদ্ধ হবে গুগল। কমিশন গুগলের বার্ষিক আয়ের ১০ শতাংশ জরিমানা করতে পারে, যার সম্ভাব্য পরিমাণ হতে পারে অন্তত ৬ বিলিয়ন ইউরো।

তবে বিশ্বের সবচেয়ে বড় অ্যান্টিট্রাস্ট জরিমানা গুনতে হয়েছিল চিপ নির্মাতা ইনটেলকে। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি ১.১ বিলিয়ন ইউরো জরিমানা প্রদান করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে