মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়ালের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। 
তিনি থানায় অফিসার ইনর্চাজের দায়িত্ব নেয়ার পর থেকে বেশ কিছু নিয়ম কানুন পরিবর্তন লক্ষ্য করা যায়।বুধবার বিকালে কিশোরগঞ্জ থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাত করতে গিয়ে দেখা যায়, তার রুমে একটি চেয়ারের গায়ে লেখা বীব মুক্তিযোদ্ধার আসন, একটি প্রতিবন্ধির আসন ও শিশু বাচ্ছাদের বসার জন্য একটি খেলনা ঘোড়ার চেয়ার আছে। শিশুদের জন্য তিনি তার কাছে চকলেট রাখেন সব সময়। তার রুমে  আইনী সব বইয়ের একটি লাইব্রেরিও আছে।
পাশাপাশি থানায় তিনি আসার পর তার উদ্যোগে একটি হীমঘর তৈরীর কাজ চলছে। থানার ভিতরে বিভিন্ন ধরণের সাইনবোর্ড পরিলক্ষিত করা যায় যেমন, নো পারকিং,ভিজিটর পারকিং,হেল্প ডেস্ক ও সংরক্ষিত এলাকা।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল আউয়ালের সাথে কথা হলে তিনি বলেন, আমি জাতিসংঘ মিশনে ইউ এন পি ও এল হিসাবে একাধিক বার কাজ করেছি। বাংলাদেশ পুলিশের সেবাটিকে আন্তর্জাতিক মানের করার জন্য চেষ্টা করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে