মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়র চাঁদখানা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দঃ চাঁদখানা সারোভাসা গ্রামে কয়েক দিন থেকে বোমামেশিন দিয়ে বালু উত্তোলন করে বাড়ী নির্মাণ করার জন্য বালু তুলতেছে।

শুক্রবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, ঐ এলাকার বক্তার আলীর ছেলে হাপি ও আজহারুল গঞ্জিপুর থেকে বোমামেশিন ভাড়া করে এনে নদী থেকে তারা বাড়ী তৈরির জন্য ৫ শত মিটার দূরে ৪৫ হাজার টাকা যুক্তিকরে বোমামেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এ সময় তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের উপর চড়াও হয় এবং অস্লীল ভাষায় গালিগালাজ করে। বলে আমারা ইউ এন ও কাছ থেকে অনুমুতি নিয়ে তার পড়ে বালু তুলতেছি। প্রয়োজনে হাপি নামের ছেলেটি বলে তিনি নাকি তিন মাস এখানে মেশিন চলবে দেখি কে কি করে। কার ক্ষমতা আছে তাকে আটকে রাখে।

এ ব্যাপারে পানিউন্নায়র বোর্ডের এস ও মিজানের সাথে কথা হলে তিনি বলেন ওটা আমার সাইড না। তবে আমি ওখানে একদিন গিয়ে ছিলাম এ রকম কোন কথা জানিনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি বলেন, এরকম অনুমতির সুযোগ নেই। তিনি দায়ীদের তথ্য চান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে