আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ /২২ পালিত হতে যাচ্ছে। ২৩ জুলাই শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ। এই কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) আংগুরী বেগম সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসূচিসমূহ সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

কর্মসূচীর মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ ,মোবাইল কোট পরিচালনা এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।

এসময় উপস্থিত ছিলেন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর রেজা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, প্রেসক্লাব ডিমলা ‘র সভাপতি সারোয়ার জাহান সোহাগ, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রুবেল, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হামিদার রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে