নিজস্ব প্রতিবেদক,কিশোরগঞ্জ(নীলফামারী)॥ কিশোরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪বারের সভাপতি,বর্ষিয়ান রাজনীতিবিদ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,কিশোরগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জননেতা রাজ্জাকুল ইসলাম রাজা রবিবার রাত ৯.৩০মিনিটে ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে…….রাজেউন।

মৃত কালে তার বয়স হয়েছিল (৫৫) বছর তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে আত্মীয় স্বজন বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের জানাজা নামাজ কিশোরগঞ্জ ষ্টেডিয়াম মাঠে সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। তাঁর জানাজা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের লাশ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। প্রফেসর রাজ্জাকুল ইসলাম রাজা কিশোরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) একজন নিবেদিত প্রান ছিল।

এছাড়াও নানা আন্দোলন সংগ্রামে তাঁর যচেষ্ট ভুমিকা ছিল। পারিবারিক সূত্রে জানায় প্রফেসর রাজ্জাকুল ইসলাম রাজা দীর্ঘদিন ধরে নানা জটিল কঠিন রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে নীলফামারীর ৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার,কিশোরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ সকল অঙ্গ সংগঠন শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। নেতা কর্মিরা এক বিবৃতিতে জানান তাঁর মৃত্যুতে আমরা একজন সফল রাজনীতিবিদকে হারালাম যা কোনদিন পূরন হবার নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে