মারুফ সরকার , বিনোদন প্রতিনিধি  : বর্তমানে দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। মাত্র চার বছর বয়স থেকেই নাচের মুদ্রার সঙ্গে পরিচয় তার। বরিশালের খেলাঘর শিশু সংগঠন থেকে নাচ নিয়ে যাত্রা শুরু করেন। ছুটছেন এখনও। দেশের জনপ্রিয় সব সেলিব্রেটি তারকারা তার সঙ্গে নাচের পারফর্ম করেন এবং তার কোরিওগ্রাফিতে মঞ্চে নাচ পরিবেশন করেন। দেশের পাশাপাশি এখন ওপার বাংলায়ও কোরিগ্রাফি করছেন তিনি। গত দেড় মাসে আগে সোহাগের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়। এ নিয়ে পরিচিতজন ও ভক্তদের কাছে খুবই বিব্রত হচ্ছেন। আইডির লিস্টে তালিকাভুক্ত অনেকেই জানিয়েছেন, তাদের মেসেঞ্জারের ইনবক্সেও অপ্রাসঙ্গিক ও বাজে মেসেজ দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমার আইডিতে সম্পূর্ণ নিরাপত্তা দেয়ার পরও সেটি হ্যাক হয়। আশা করি আমার বন্ধু, ভক্ত ও ফলোয়াররা এ নিয়ে বিভ্রান্ত হবেন না। তবে বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত। শঙ্কায়ও আছি। আমি শুনেছি, হ্যাকার অনেকের কাছে বাজে বার্তা পাঠাচ্ছে। কেউ কেউ হয়তো আমাকে ভুল বুঝছেন।

সবার উদ্দেশ্যে বলছি, আমার আইডি থেকে কোনো স্ট্যাটাস দেয়া হলে বা মেসেঞ্জারে কোনো বার্তা পাঠালে সেজন্য আমি দায়ী নই। আইডি উদ্ধার হওয়ার পর আমি নিজেই এ বিষয়ে স্ট্যাটাস দিয়ে সবাইকে পরিষ্কার করে জানিয়ে দেব। তবে এসব অপরাধী এভাবে যাতে কাউকে হেনস্তা করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে