মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় সোমবার সকাল ১১ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইএসডিও কর্তৃক বাস্তবায়নে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ অনুমোদিত দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা (২০১৬-২০২৫)  আলোকে ” Joint Action for Nutrition outcome” (JANO) প্রকল্পের বিষয়ে উপজেলা পুষ্টি সমন্বয়  কমিটির অবহিতকরণ সভা উপজেলা কৃষি অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মেজবাউল হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শিরিনা বেগম, নয় ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, পঃ পঃ কর্মকর্তা রেজাউল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার তুষার কান্তি রায়, সমাজসেবা অফিসার মনিমুন আক্তার, প্রাধমিক শিক্ষা অফিসার শরিফা আক্তার, শিশু ও মহিলা বিষয়ক অফিসার সাবিকুন্নহার প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে