কাওছার হামিদ, নিজস্ব প্রতিবেদকঃ সচেতনতা মুলক কর্মসুচি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় ভাতা সমুহ ডিজিটাল উপায়ে প্রদানের লক্ষ্যে অত্র ইউনিয়নের বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের নিয়ে এক আলোচনা সভা আজ সকাল ১১ টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব মিঞা। উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী, মোঃ আহাদ আলী, মাগুড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ মতিন মন্ডল, মাঠ কর্মি মোঃ ফজলুর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক এনামুল হক, সাংবাদিক কাওছার হামিদ, মাগুড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্ধক্তা মোঃ লেমন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ইউপি চেয়ারম্যান ভাতাভোগীদের উদ্দেশ্যে বলেন আগে আপনারা ব্যাংকে গিয়ে ভাতা উত্তোলন করা লাগতো এখন আর লাগবেনা শুধু মাত্র ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টারে এসে নিজের দুই কপি ও নমিনির এক ছবি ও একটি মোবাইল নাম্বার দিয়ে ব্যাংক এশিয়ায় একটি হিসাব নং খুললে আপনারা ঘরে বসে থেকে টাকা তুলতে পারবেন। তিনি আরো বলেন উক্ত ম্যাচেজটি আপনারা সবাইকে দিবেন আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে এই ভাতাভোগী রয়েছেন এবং তিনি আরো বলেন ব্যাংকে এক শ্রেনীর দালাল রয়েছে এখন তাদের হাত থেকে আপনারা রক্ষা পাবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে