মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জে জোরপূর্বক জমি দখল ও গাছ কেঁটে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর পূর্বপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল সকাল ৯টার সময় পানিয়াল পুকুর পূর্বপাড়া গ্রামের মৃত্য তমর উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম ও তার দলবল পূর্বশত্রুতার জেরে একই গ্রামের আলহাজ্ব আব্দুল লতিফের ছেলে নুর হোসেন পৈত্রিক ও কবলা সূত্রে পাওয়া ৩৫৬৪ দাগে ৪১ শতাংশ,৩৫৬৭ দাগে ৫৫শতাংশ জমির মালিক। যার মৌজা পানিয়াল পুকুর ,জে এল নং ১৪, খতিয়ান নং ৭৩৩ যা নুর হোসেন ও তার পিতা গত ৪৮ বছর থেকে ভোগ দখল করে খাচ্ছেন। কিন্তু নুর হোসেন ও তার বাবা বাড়ীতে না থাকায় সুযোগ বুঝে একই গ্রামের মৃত্য তমর উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম,মোখলেছার রহমান,ইয়াকুব আলী, ইয়াছিন আলী, আজিজুল ইসলামের স্ত্রী মঞ্জিলা বেগম, মোখলেছার রহমানের স্ত্রী মমিনা বেগম মিলে ওই জমিতে থাকা প্রায় ত্রিশ হাজার টাকার মূল্যের বট গাছ কেঁটে নেয়। এতে নুর হোসেন বাঁধা দিলে তাকে মারপিট করে ও ধান বিক্রি করা বিশ হাজার টাকা পকেট থেকে বের করে নেয়। তখন নুর হোসেন নিরুপায় হয়ে কিশোরগঞ্জ থানায় ছয় জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪/৫৩। তারিখ-২৫/০৪/১৯ইং। কিশোরগঞ্জ থানা পুলিশ বট গাছটি জব্দ করে কিশোরগঞ্জ থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার এস আই ফজলুর রহমানের সাথে কথা হলে তিনি জানান মামলাটি তদন্তাধিন রয়েছে কিন্তু এ পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে