কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গবাদী পশুর ল্যাম্পি স্কিন ডিজিজের পর এবার মানুষের মাঝে লক্ষ্য করা যাচ্ছে চোখ ওঠা রোগের প্রাদৃর্ভাব।

এ রোগে কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের নারী-পুরুষ ও শিশু সহ গণহারে আক্রান্ত হচ্ছে। এই ভাইরাস জনীত চোখ ওঠা রোগ থেকে রেহাই পাচ্ছে না কেউ।

চিকিৎসা করেও এ রোগ থেকে মুক্তি পাচ্ছে না বলে জানিছেন একাধিক রোগী। তবে চিকিৎসকরা বলছে এটি ভাইরাস জনীত একটি রোগ ৭ থেকে ১০দিন সময় লাগে সেরে ওঠতে।

তবে এতে ভয়ের কোন কারন নেই। আক্রান্ত রোগীকে ধুলো-বালি থেকে সাবধান থাকতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে একই বাড়িতে একাধিক ব্যক্তি এ ভাইরাস জনীত রোগে আক্রান্ত হচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবু শফি মাহমুদ এর সাথে কথা হলে তিনি জানান প্রকোপ অনেকটাই বেশী এবং চোখ ওঠা রোগীর সংখ্যা অনেক বেড়েছে, আমাদের হাসপাতালে মেডিসিন কন্যার রয়েছে সেখান থেকে পর্যাপ্ত পরিমান সেবা দেয়া হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে