রক্তিম আভা

…………………রোজী খান

আমার জন্য তোমাকে নতুন করে প্রেমিক হতে হবে না পাশে থেকো আমৃত্যু শুধু স্বজন হয়ে,
মায়ার বাঁধনে জড়িয়ে থেকো ঝিনুকের মত পুষে রেখো প্রশান্তির ছায়ানীড়ে-
থেকো আমার সবটুকু অধিকারে পাহাড়ের চূড়ায় উঠে বলতে হবে না আমাকে ‘ভালবাসি-ভালবাসি-ভালবাসি’
শুধু ভ্রান্তি গুলো শুধরে দিও অনুরাগের ছোঁয়ায় হৃদয়ে জমানো গল্পগুলি ভালোবাসার শত সহস্র রঙে বলার অভয় দিও জমিয়ে রাখা নীল কষ্ট গুলো বন্ধক রেখো ,
হৃদয়ে ঘন কালো মেঘ নিয়ে আমাকে বলতে হবে না ‘ভালোবাসি ভালোবাসি ‘
শুধু কোনো এক বর্ষার দিনে আমাকে একটি কদম্ব দিও
শরতের কোন এক পূর্ণিমা রাত আমাকে দিও কোন এক বিকেলে কড়া নেড়ো আমার দুয়ারে
ভীষণ তৃষ্ণা নিয়ে তাকিয়ে থেকো কোন এক নিঝুম সন্ধ্যায়
ঘুটঘুটে অন্ধকার রাতে দেখে যেও জোনাকির মত আমার বেঁচে থাকা অনুভবে বুঝে নিও প্রতিদিন একটু একটু করে আমার ডুবে যাওয়া ,
ক্রমশঃ আরো গভীরে এতটাই গভীর যে পিছন ফিরে দেখি সেখানে ছোট্ট একটি আলোর বিন্দু,
আমার স্বপ্নগুলিও সংকুচিত হয়ে এখন বিন্দুতে মিশেছে আমি সৃষ্টিতেই ফিরে যেতে চাই
, তোমাকে কখনই বলতে হবে না ‘ভালোবাসি -ভালোবাসি’ শুধু অকল্পনীয় কিছু মুহূর্ত দিও ভোরের রক্তিম আভায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে