ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি তুলে দেয়া হচ্ছে।

দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন:
গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ শেখ হাসিনা
নোয়াখালী-৫ ওবায়দুল কাদের
কুমিল্লা-১১ মুজিবুল হক
চাঁদপুর-৩ ডা. দীপু মনি
পিরোজপুর-১ শ ম রেজাউল করিম
মাগুরা-১ সাইফুজ্জামান শিখর
ঢাকা-১০ শেখ ফজলে নূর তাপস
ঢাকা-১২ আসাদুজ্জামান খাঁন
ঢাকা-১৩ সাদেক খান
ঢাকা-১৪ আসলামুল হক

ফেনী-২ নিজামউদ্দিন হাজারী
গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি
ময়মনসিংহ-১০ ফাহমি গোলন্দাজ বাবেল
খুলনা-২ শেখ জুয়েল
নড়াইল-২ মাশরাফি বিন মুর্তজা
চট্টগ্রাম-৯ মুহিবুল হাসান চৌধুরী নওফেল
টাঙ্গাইল-১ ড. আব্দুর রাজ্জাক

ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন
শরীয়তপুর -২ এনামুল হক শামীম
নেত্রকোনা-৩ অসিম কুমার উকিল
গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল
গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ

ভোলা-২ আলী আজম
ঝিনাইদহ-১ আব্দুল হাই
ঢাকা-৩ নসরুল হামিদ
ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার
ফেনী-২ নিজামুদ্দিন হাজারী
খুলনা-২ শেখ জুয়েল
মাদারীপুর-২ শাজাহান খান
নারায়ণগঞ্জ-১ গাজী গোলাম দস্তগীর

ঠাকুরগাঁও-১ রমেশচন্দ্র সেন
ঠাকুরগাঁও-২ দবিরুল ইসলাম
দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী
দিনাজপুর-৩ ইকবালুর রহিম
দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী
দিনাজপুর-৫ অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার
পঞ্চগড়-২ অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন

নীলফামারী-২ আসাদুজ্জামান নূর
লালমনিরহাট-১ মোতাহার হোসেন
লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ
রংপুর-৪ টিপু মুনশি
রংপুর-৫ এইচএন আশিকুর রহমান
গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি
গাইবান্ধা-৩ ডা. ইউনুস আলী সরকার
জয়পুরহাট-১ শামসুল আলম দুদু
জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন
বগুড়া-১ আবদুল মান্নান
বগুড়া-৫ হাবিবুর রহমান

নওগাঁ-১ সাধনচন্দ্র মজুমদার
নওগাঁ-২ শহীদুজ্জামান সরকার
নওগাঁ-৫ আবদুল মালেক
নওগাঁ-৬ ইসরাফিল আলম
রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী
রাজশাহী-৪ প্রকৌশলী এনামুল হক
রাজশাহী-৬ শাহরিয়ার আলম
নাটোর-৩ অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক
সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম
সিরাজগঞ্জ-২ ডা. হাবিবে মিল্লাত
সিরাজগঞ্জ-৫ আবদুল মজিদ মন্ডল
সিরাজগঞ্জ-৬ হাসিবুর রহমান স্বপন
পাবনা-২ আহমেদ ফিরোজ কবির
পাবনা-৩ মকবুল হোসেন
পাবনা-৪ শামসুর রহমান শরীফ ডিলু
পাবনা-৫ গোলাম ফারুক প্রিন্স

কুষ্টিয়া-৩ মাহবুব উল আলম হানিফ
কুষ্টিয়া-৪ আবদুর রউফ
মেহেরপুর-১ ফরহাদ হোসেন দোদুল
চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন
চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর
যশোর-১ শেখ আফিল উদ্দিন
যশোর-৩ কাজী নাবিল আহমেদ
যশোর-৪ রণজিৎ কুমার রায়
যশোর-৫ স্বপন ভট্টাচার্য
যশোর-৬ ইসমাত আরা সাদেক
মাগুরা-২ বীরেন শিকদার
মাগুরা-১ সাইফুজ্জামান শিখর
বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন
বাগেরহাট-৩ হাবিবুন্নাহার
খুলনা-১ পঞ্চানন বিশ্বাস
খুলনা-৩ মুন্নুজান সুফিয়ান
খুলনা-৪ আবদুস সালাম মুর্শেদী
খুলনা-৫ নারায়ণচন্দ্র চন্দ
সাতক্ষীরা-৩ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক
সাতক্ষীরা-৪ এসএম জগলুল হায়দার

গত ৯ নভেম্বর থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোট চার হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এতে মোট আয় হয়েছে ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে