ডেস্ক রিপোর্টঃ ডিসেম্বরে বসছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান। জাজিরা প্রান্তে ৩৬-৩৭ নম্বর খুঁটির ওপর এ স্প্যান বসানো হবে। সেজন্য স্প্যানটি প্রস্তুত করা হচ্ছে। মাওয়া কুমারভোগ ওয়ার্কশপে স্প্যানটির চূড়ান্ত কাজ চলছে। ৩৬-৩৭ নম্বর খুঁটিতে চলছে ফিনিসিংয়ের কাজ। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে এ পর্যন্ত ৬টি স্প্যান বসানো হয়েছে।

শুষ্ক মৌসুমের সুযোগে কাজের গতি বাড়িয়ে দেয়া হয়েছে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। এ সপ্তাহে পদ্মা সেতুর খাঁজকাটা (ট্যাম) পাইল বসানোর কথা থাকলেও বসানো হয়নি। এখন ৮ নম্বর খুঁটিতে খাঁজকাটা পাইল বসানোর প্রস্তুতি চলছে। কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে ১২টি খাঁজকাটা পাইল সম্পূর্ণ হয়েছে। সেতুর ১১টি খুঁটিতে ৭৭টি ট্যাম পাইল বসবে। বাকি ৬৫টি পাইলের টিউব পদ্মা থেকে তুলে নিয়ে ঘষামাজা করে পরিষ্কার করা হচ্ছে। নতুন ডিজাইন অনুযায়ী খাঁজ লাগানো হচ্ছে। তাই কুমারভোগে বিশেষায়িত ওয়ার্কশপে এখন পাইলের খাঁজ লাগানো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে সংশ্লিষ্টরা।

এদিকে সেতুর ৪২টি খুঁটির মধ্যে ৪০টি খুঁটির ডিজাইন সম্পূর্ণ হয়ে গেছে। শুধু ৬ ও ৭ নম্বর খুঁটির ডিজাইন এখনও চূড়ান্ত হয়নি। নভেম্বরের শেষের দিকে এ খুঁটির ডিজাইন কর্তৃপক্ষের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। মোট ২৬২টি পাইলের মধ্যে নদীতে এ পর্যন্ত ১৮৫টি পাইল স্থাপন করা হয়েছে। মূল সেতুর ৪২টি খুঁটির মধ্যে ৩১টি খুঁটির কাজ চলমান রয়েছে। যার ১৪টি খুঁটি সম্পূর্ণ হয়েছে।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে