robote

বিডি নীয়ালা নিউজ(৮ই আগস্ট ২০১৬ইং)- বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ চীনের শানতুং শহরে গত সপ্তাহে অনুষ্ঠিত কিংডও বিয়ার উৎসব পৃথিবীর অন্যান্য সব উৎসবের থেকে অনন্য এবং দর্শনীয় হয়েছে। কেননা এই উৎসবে একসঙ্গে ১০০৭টি রোবট নেচে বিশ্ব রের্কড করেছে।

কিংডও বিয়ার উৎসব চলাকালে একসঙ্গে রোবটগুলো ড্রাগন নাচ নেচে এবং বিয়ার ও  আইসক্রীম পরিবেশন করে সারা বিশ্ব থেকে আসা পর্যটকদের বিনোদন দিয়েছে।

মজার ব্যাপার হল, জনপ্রিয় বিয়ার উৎসবে পর্যটকরা একসঙ্গে প্রায় ১০০৭টি রোবটের নাচ উপভোগ করেছেন। ‘একসঙ্গ সর্বাধিক রোবটের নাচ’-এর নতুন বিশ্ব রের্কড গড়ার জন্য এই রোবট নাচের আয়োজন করা হয়েছে।

নতুন এই রোর্কড গড়ার জন্য ৪৩.৮ সে.মি উচ্চতার ১০০৭টি রোবট এক মিনিট নেচেছে। প্রতিটি রোবটকে মাত্র একটি মোবাইল ফোন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। কয়েকটি রোবট পড়ে গেলেও বেশিরভাগই রোবটই একসঙ্গে এক মিনিট নাচতে পেরেছে।

নিজেদের পণ্যের প্রচারণার জন্য ইভার উইন কোম্পানি লিমিটেড এই রোবট নাচের আয়োজন করেছিল।
সূত্র: জি নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে