SABBIR

বিডি নীয়ালা নিউজ(৩ সেপ্টেম্বর ২০১৬ইং-ডেস্ক রিপোর্টঃ গেল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে নটিংহামের ট্রেন্টব্রিজে অ্যালেক্স হেলের ১২২ বলে ১৭১ রানের সুবাদে মাত্র তিন উইকেট হারিয়ে ৪৪৪ রানের পাহাড়সম রানের রেকর্ড গড়ে ইংলিশরা। যা কিনা ওডিআই ইতিহাসের সবচেয়ে বেশি রান। এমন ছন্দে থাকা ইংলিশদের বিপক্ষেই আগামী অক্টোবরে সিরিজ খেলবেন বাংলাদেশ।

কিন্তু ইংল্যান্ডের এমন রান দেখে মোটেও ঘাবড়ে যাননি টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। ‘ঘরের মাঠে সবাই একটু আলাদাভাবেই খেলবে। ইংল্যান্ড আমাদের এখানে আসলে ঘূর্ণি বোলের মুখে পড়তে হবে। পাকিস্তানের বিপক্ষে ওরা কেমন খেললো এটা নিয়ে আমরা চিন্তিত নই। ’

২০১৪ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় সাব্বিরের। এখন পর্যন্ত ২৩ ম্যাচ থেকে ৪৮২ রান করেছেন তিনি। যার মধ্যে ২টি অর্ধশতকও রয়েছে। এ ছাড়া টি-টোয়েন্টিতে রীতিমত দাপট দেখাচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২৬ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ৬০৪ রান।

ইংল্যান্ড সিরিজের সময়সূচী:

৪ অক্টোবর : ওয়ানডে প্রস্তুতি ম্যাচ (দিনে)। ফতুল্লায় (ভেন্যু পরিবর্তন হতে পারে)।
৭ অক্টোবর : প্রথম ওয়ানডে (ডে/নাইট), শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

৯ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে (ডে/নাইট), শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

১২ অক্টোবর : তৃতীয় ওয়ানডে (ডে/নাইট)। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম।

১৪-১৭ অক্টোবর : দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।

২০-২৪ অক্টোবর : প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম।

২৮ অক্টোবর-১ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
ঢা/টা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে