পিএম শরীফ, বরগুনা প্রতিনিধিঃ  বরগুনা জেলার আমতলী উপজেলার ১নং গুলিশাখালীর কলাগাছিয়া বাজারে “শেখ রাসেল মানব কল্যান সোসাইটি” ও “কলাগাছিয়া বাজার সেচ্ছায় রক্তদান সংস্থা”র পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার ও (কোভিড-১৯) বিনামূল্যে টিকা নিবন্ধন করা হয়। সকালে কলাগাছিয়া, মরিচবুনিয়া, ষোলহাওলার, কালীবাড়ি,ফকিরখালী ও অন্যান্ন অঞ্চলের মানুষের মাঝে বিনামূল্যে এই কর্মসূচি পালন করা হয়। ২নং ওয়ার্ড আওয়ামী সভাপতির মোঃআবদুস ছালাম মৃধার উপদেশ মূলক বক্তবের মধ্যে দিয়ে বরিবার (০১ আগষ্ট ) সকাল ৮:০০টা থেকে দিনব্যাপী বিনামূল্যে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও করোনার (কোভিট-১৯) টিকা নিবন্ধন কর্মসূচি পালন করা হয়। “শেখ রাসেল মানব কল্যান সোসাইটি” সভাপতি ও চেয়ারম্যান মোঃ সোহেল মাতুব্বর জাহিদ (কুয়েত প্রবাসী) মুঠোফোনে বলেন,আমাদের মূল উদ্দেশ্য হলো অসহায় মানুষের সেবা করা।সেটা বিনামূল্যে টিকা হোক কিংবা আর্থিক সহযোগীতার মাধ্যমে হোক।আমরা সর্বপরি নিজেদেরকে সেবায় নিয়োজিত করে থাকি। বিনামূল্যে টিকা নিবন্ধনকৃত আবদুল মালেক জানান,আমার এদের কার্যক্রমে খুবই খুশি। এখানে বিনামূল্যে টিকা নিবন্ধন করছি,এখানে নিবন্ধন না করতে পারলে হয়তো ইউনিয়ন পরিষদ অনেক প্রতিক্ষার পরে টিকা নিবন্ধন করতে হতো।এবং আমাদের যাতায়েত খরচ ও লাগতো।আমরা সবাই এই সংগঠনের কার্যক্রমে খুশি। আমি এই সংগঠনের মঙ্গল কামনা করি। ২নং ওয়ার্ড মেম্বার মোঃ হানিফ বিশ্বাস বলেন,এই সংগঠন বিগত দিনগুলোতেও সামাজিক সেবামূলক কাজ করেছে।অনেক অসহায় মানুষকে টাকা -পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে। তারা সেই ধারাবাহীকতায় কাজ করে যাচ্ছে। এমনকি তারা সেচ্ছায় রক্তদান করে থাকে নিয়মিত। আমি তাদের কর্মকান্ড দেখে খুবই খুশি। “শেখ রাসেল মানব কল্যান সোাসইটির” প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃরাসেদুল হাসান মাতুব্বর বলেন, আমারা সবসময় সকল ধর্মের সকল মানুষজনকে নিয়ে সকল ধরনের সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখি।আমি চাই প্রতিটি এলাকায়,পাড়া-মহল্লায় একটি করে সেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠুক। তাহলে কোন এলাকাতেই কোন মানুষ অসহায় থাকবে না। বিনামূল্যে (কোভিড- ১৯) টিকা নিবন্ধন কর্মসূচি সংগঠনের পক্ষ থেকে উপস্তিত ছিলেন,মোঃরাশিদুল হাসান (প্রতিষ্ঠাতা সভাপতি) ইয়ামিন প্যাদা(কো-চেয়ারম্যান) মোঃনজরুল প্যাদা (সিনঃ সহ-সভাপতি) মিজান আকন (সিনিঃ যুগ্ন সাধারণ সম্পাদক) সোহান মাতুব্বর সোহেল (সিনিঃযুগ্ন সাধারণ সম্পাদক) তরিকুল ইসলাম মিশুক (যুগ্ন সাধারণ সম্পাদক) ওবায়দুল সরদার (সাংগঠনিক সম্পাদক) পিএম সুজন (সাংগঠনিক সম্পাদক) মেহেদী হাসান অভি (সাংগঠনিক সম্পাদক) রাসেল মাতুব্বর ফিরোজ (কোষাদক্ষ) এ্যাড.মোঃমফিজুল ইসলাম (আইন বিষয়ক সম্পাদক) এইচ এম লিটন (প্রচার ও প্রকাশনা) সংকর দাস (ক্রীয়া বিষয়ক সম্পাদক) সাইফুল ইসলাম সাগর (সহ-ক্রীয়া বিষয়ক সম্পাদক) এইচ এম মাসুম ( সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) কাইয়ুম (পরিবেশ ও বন) মশিউর রহমান রেজা (দপ্তর সম্পাদক) ইন্জিনিয়ারিং রেজা (শিক্ষা বিষয়ক সম্পাদক) মোঃ আনিসুর রহমান (সমাজ কল্যান বিষয়ক সম্পাদক) ইমরান (সদস্য সচিব) মোঃ আরিফ (সদস্য সচিব) এছাড়াও সংগঠনের অন্যান্ন নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে