160425143728_bangla_roopbaan_640x360_bbc_nocredit

বিডি নীয়ালা নিউজ(২৫ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ ঢাকায় অজ্ঞাত পরিচয় আততায়ীদের হামলায় বাংলাদেশের সমকামীদের প্রথম পত্রিকা রূপবানের একজন সম্পাদক জুলহাস মান্নানসহ দুব্যক্তি নিহত হয়েছে।

এই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দ্বিতীয় ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এই দুটি হত্যার কারণ সম্পর্কেও এখনি ধারণা পাওয়া যাচ্ছে না।

ঢাকা থেকে সংবাদদাতারা জানাচ্ছেন, নিহত জুলহাস মান্নান ঢাকায় মার্কিন দাতা সংস্থা ইউএস এইডের কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও কলাবাগান পুলিশের বরাত দিয়ে সংবাদদাতারা জানাচ্ছেন, বিকাল পৌনে ছয়টার দিকে পার্সেল ডেলিভারির নাম করে বেশ ক`জন লেকসার্কাস রোডের বাড়িটিতে প্রবেশ করে।এরপর তারা ঐ দুজনকে কুপিয়ে হত্যা করে।

এর আগে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষককে এএফএম রেজাউল করিম সিদ্দিকীকেও একই কায়দায় দিনেদুপুরে খুন করা হয়।

ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সাম্প্রতিক বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন। দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে নানাভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, দেশি জঙ্গিরাই আইএসের নাম ব্যবহার করে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে