tofayel-ahmed

বিডি নীয়ালা নিউজ(২৫ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। যা চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি।

আসন্ন রমজান মাসে কোনো পণ্যের সংকটের সম্ভাবনা নেই জানিয়ে মন্ত্রী বলেন, যদি অসৎ উদ্দেশ্যে কোনো মহল পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য বৃদ্ধির চেষ্টা করে,তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (২৪ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা’ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ হুঁশিয়ারি দেন।

তোফায়েল আহমেদ বলেন, ব্যবসায়ীরা ঘোষণা দিয়েছেন, আসন্ন রমজান মাসে কোনো পণ্যের সংকট বা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাবে না। সব পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে সরকার চাহিদা অনুযায়ী সবধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়ীদের পাশাপাশি টিসিবি পর্যাপ্ত পণ্য বাজারে সরবরাহ করবে, সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা বাজার মনিটরিং অব্যাহত রেখেছে।

তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে দেশে চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, খেজুরের পর্যাপ্ত মজুত রয়েছে। আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ঘোষণা করেছেন, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের সংকট বা মূল্য বৃদ্ধি হবে না। চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্য মজুত রয়েছে।

তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোপূর্বে সরকার ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় সফলভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে। এবারও বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) নাজনিন বেগম, অতিরিক্ত সচিব (প্রশাসন) সালাহ উদ্দিন আকবর, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সালেহ, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#বাংলানিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে