সাম্প্রতিক সংবাদ

সাইফুর’স এর অপকর্ম তদন্ত করবে দুদক

Saifursjjj

বিডি নীয়ালা নিউজ(২৮ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ সাইফুর’স কোচিং সেন্টারের অনিয়ম-দুর্নীতির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পাশাপাশি  আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ।

ইংরেজি শিক্ষার নামে বিজ্ঞাপন দিয়ে দক্ষ হ্যাকার বানানোর প্ররোচনার অভিযোগ ওঠার পর এই কোচিং সেন্টারটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় সরকার। তার পরপরই সরকারের সাথে সমঝোতার জন্য সাংবাদিক পরিচয়ধারী চার শিবিরকর্মীর সাথে প্রতিষ্ঠানটির বৈঠকের অভিযোগ ওঠে।

কোচিং সেন্টারটির এসব কর্মকাণ্ডের পর সোমবার (২৮ মার্চ) শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনকে নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষাসচিবকে দেওয়া লিখিত ওই নির্দেশনায় বলা হয়, ‘এই বিষয়টি মারাত্মক। এ বিষয়ে সিরিয়াসলি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নথিতে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর করা প্রয়োজন।

শিক্ষামন্ত্রীর নির্দেশনায় ‘থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা, মামলা দায়ের করা, দুদককে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করার’ কথা বলা হয়।

‘অন্যান্য গোয়েন্দা সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বলা প্রয়োজন’ বলা হয় নির্দেশনায়।

এদিকে কোচিং সেন্টারটির বিরুদ্ধে জিডির পর কীসের ভিত্তিতে ওই বিজ্ঞাপন দিলো- তার তথ্যপ্রমাণ চেয়েছে রমনা থানা পুলিশ।

সেই তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তীতে আইন ব্যবস্থা নিয়ে আদালতে উপন্থাপন করা হবে বলে জানিয়েছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাম্মেল।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com