montri-sova

বিডি নীয়ালা নিউজ(২৮ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান নিশ্চিত করতে গঠন করা হচ্ছে অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এ লক্ষ্যে ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৬’ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে একটি নির্দিষ্ট মানে উন্নীত করতে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হবে। এ কাউন্সিলে চেয়ারম্যানসহ ১১ জন সদস্য থাকবেন।

তিনি জানান, আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশের উচ্চশিক্ষার প্রত্যাশিত মান নিশ্চিত ও সরকারি-বেসরকারি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নতি করার লক্ষ্যে। কোন বিশ্ববিদ্যালয়টি মানসম্মত আর কোনটি মানসম্মত নয় সেই কর্ত‍ৃত্ব দেওয়ার জন্যই অ্যাক্রেডিটেশন কাউন্সিল করার বিধান রাখা হয়েছে আইনের খসড়ায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে