Nasrul Hamid Bipu

বিডি নীয়ালা নিউজ(২৮ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ এক মাসের মধ্যে জ্বালানি তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোমবার (২৮ মার্চ) তিনি বলেন, এক মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের বিষয়ে চিন্তা ভাবনা চলছে। বিষয়টি চূড়ান্ত হতে সর্বোচ্চ মাস খানেক সময় লাগতে পারে। তারপরেই পরিপত্র জারি করা হবে।
সব ধরনের তেলের দাম কমলেও বিশেষ করে ফার্নেস অয়েলের (বিদ্যুৎ উৎপাদনে ও শিল্প কারখানায় ব্যবহৃত) দাম পনের টাকার মতো কমানোর বিষয়ে চিন্তা ভাবনা চলছে বলে জানা গেছে মন্ত্রণালয় সূত্রে।
বর্তমানে ক্রুড ‍অয়েলের দাম কমতে কমতে ৪০ ডলারে নেমে এসেছে। এ অবস্থায় বিভিন্ন মহল থেকে তেলের দাম কমানোর আহ্বান জানানো হয় সরকারের প্রতি। কিন্তু তারপরও তেলের দাম না কমানোর কারণ হিসেবে বলা হয়েছিলো, বিপিসি আগে যে লোকসান  দিয়েছে সেগুলো পুষিয়ে নেয়া হবে। তবে শেষ পর্যন্ত তেলের দাম কমানোরই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে