2016_03_07_11_08_37_QmcmG9TYUeOsKryLxxPNUPX26Od57i_original

বিডি নীয়ালা নিউজ(৯ই মার্চ১৬)-ঢাকা প্রতিনিধিঃ  রাজধানীর উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ সবাইকে হারিয়ে নয় বছরের শিশু জারিফ পোড়া শরীর নিয়ে পরিবারের শেষ চিহ্ন হিসেবে বেঁচে আছে। হাসপাতাল আর আত্মীয় স্বজনদের বাড়িতে দিন কাটছে জারিফের।

মামা বাড়িতে জারিফ কখনও কাঁদছে, কখনও খেলছে।বাবা-মা-দুই ভাইকে হারানোর কথা জারিফ এখনও জানেনা।হাতে-পায়ে ব্যান্ডেজ মোড়ানো, পোড়া শরীরের জ্বালায় এখনও কাতরায় ছোট জারিফ।তিন চার দিন পর পর হাসপতালে ড্রেসিং, বাবা-মাকে দেখতে চাওয়ার আকুতি এসব নিয়ে দিন কাটছে এই হতভাগ্যের।

স্বজনরা জারিফকে দেখভালের কাজ করছেন। কিন্তু কে জানে বাবা-মাকে ছাড়া কিভাবে বেড়ে উঠবে জারিফ।

২৬ ফেব্রুয়ারি উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ হয় পরিবারের পাঁচ সদস্যের সবাই। ওই দিনই মারা যায় সুমাইয়ার দুই সন্তান সারলিন ও জায়ান। পরে মারা যান বাবা শাহ নেওয়াজ ও মা সুমাইয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে