Pakistan-Cricket-Team-ICC

বিডি নীয়ালা নিউজ(৯ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ বিশ্ব টি-টোয়েন্টি আসরে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি যে ভেন্যুতে হবার কথা সেই ভেন্যু পরিবর্তন করার আবেদন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড আইসিসি’র একজন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আইসিসির কাছে এক লিখিত আবেদনে এই আহ্বান জানায়।

টি-টোয়েন্টির বিশ্বকাপ আসরে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ধরমশালায় আগামী ১৯শে মার্চ।

কিন্তু ওই ভেন্যুতে এই ম্যাচ নিয়ে স্থানীয়ভাবেই বিরোধীতা রয়েছে। ফলে পিসিবি মনে করছে ওই ভেন্যুতে পাকিস্তানের খেলোয়াড়দের একটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে।

ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মঙ্গলবার একটি নিরাপত্তা প্রতিনিধি দল পাঠায় পিসিবি। নিরাপত্তা নিয়ে তাদের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতেই ভেন্যু পরিবর্তনের আবেদন জানাচ্ছে পিসিবি।

আইসিসি মুখপাত্র সামিউল হাসান বিবিসিকে জানান এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে পিসিবি’র একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন নিরাপত্তা পর্যবেক্ষক দল তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েই সিদ্ধান্ত নেবে তারা জাতীয় ক্রিকেট দলকে টুর্নামেন্টে পাঠাবে কি পাঠাবেনা।

সূত্রঃ বিবিসি বাংলা ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে