shekh-hasina

বিডি নীয়ালা নিউজ(৯ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ  তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বেসরকারি উদ্যোগে হাইটেক পার্ক তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান।

সভায় হাইটেক পার্ক তৈরিতে বিশ্বমান নিশ্চিত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ২০২১ সালের মধ্যে এ খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান এবং পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয়েরও লক্ষ্য নিয়েছে সরকার।

সভায় নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আইটি ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে বলেও জানানো হয়। এরই মধ্যে ছয়টি জেলায় জমি চিহ্নিত করার কাজও শেষ হয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে