গোলাপগঞ্জে ইয়াবাসহ এক মাদক বসায়ীকে আটক

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ১০৪পিস ইয়াবাসহ আইনুদ্দীন নামের এক মাদক বসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার(২৩ জুলাই) রাতে উপজেলার ফুলবাড়ি ইউপির এওলাটিকর জামে মসজিদের পাশে সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে তাকে আটক করা হয়। আইনুদ্দীন উপজেলার মোল্লাগ্রাম এলাকার মৃত হারিছ আলীর পুত্র। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (মামলা নং-২৯, তারিখ-২৩-০৭-২০২০ইং) দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই একলাছ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর জামে মসজিদের পাশে সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবাসহ ট্যাবলেট উদ্ধার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গোলাপগঞ্জে সাংবাদিকদের পিপিই ও মাস্ক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন বাহিনীর পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন গোলাপগঞ্জ উপজেলার সাংবাদিকরা। সংবাদ সংগ্রহের সময় ভাইরাস থেকে সুরক্ষার জন্য জিবি টেলিভিশনের সকল সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক দিলেন আল গনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টায় জিবি টিলিভিশনের অফিসে  জিবি টিভি চেয়ারম্যান খন্দকার বদরুল আলমের সভাপতিত্বে জহিরুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, আল গনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের পরিকল্পনা ও পরিচালক বেলাল উদ্দিন, রাজু আহমদ, শেখ রুহেল, আব্দুল মুমিত রণি, ইমতিয়াজ হোসেন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে যখন কোন দূর্যোগ দেখা দিয়েছে, সর্বপ্রথম প্রবাসীরা এগিয়ে এসছেন। করোনাকালীন সময়ে আমরা দেখেছি গরীব, অসহায় বা কর্মহীন মানুষের মাঝে দুহাত ভরে নগদ অর্থসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছেন এই সব প্রবাসীরা। আল গনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন আমার জানামতে গোলাপগঞ্জে সর্বপ্রথম সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা পিপিই প্রদান করেছেন।এতে সাংবাদিকরা নিবিগ্নে সংবাদ সংগ্রহ করতে পারবেন। শুধু তাই নয় শুনেছি তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিভিন্ন জায়গায় চক্ষু শিবির, ডায়বেটিকস ও পেশার টেষ্ট ক্যাম্প, পাইলস অশ^ গেজ পরীক্ষাসহ মা ও শিশু পরিচর্যা কেন্দ্রের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। এজন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এই সব প্রবাসী ভাইদের।

আছিরগঞ্জ বাজারে স্টাইল পয়েন্ট’ এর শুভ উদ্বোধন

0
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে 'স্টাইল পয়েন্ট' এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ফিতা কেটে স্টাইল পয়েন্ট' এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ঠ শিক্ষাণুরাগী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলিম উদ্দিন বাবলু। এসময় উপস্থিত ছিলেন, মাও আব্দুর রউফ, মাও আঃ বাসিত আল হাসান, তারেক আহমদ, আবুল কালাম আজাদ, স্বপন আহমদ, লুতফুর রহমান, সুহেল আরিয়ান, আবু তাইব রুবেল, সুজন আহমদ খান, জহিরুল ইসলাম ও প্রতিষ্ঠানের সত্বাধিকারী মো শায়েক আহমদ প্রমুখ

গোলাপগঞ্জ পৌরসভায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

0
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।    গত সোমবার(২০ জুলাই) পৌর কনফারেন্স হলে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন   সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরী।       প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃত বন্ধু কখনো মাদকের সাথে সম্পৃক্ত থাকার জন্য আহবান করবে না বরং মাদক থেকে বিরত রাখার জন্য চেষ্টা কররে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি    জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।    আলোচনায় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান,  জহির উদ্দিন সেলিম, জবান আলী, আব্দুল জলিল মাষ্টার, জানাল আহমদ জানাল, নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সোফিয়া বেগম, মেহেরুন বেগম। এছাড়াও গোলাপগঞ্জ পৌরসভার বিট অফিসার জাহিদ হাসান (সাব-ইন্সপেক্টর), জুনেদ আহমদ (সাব-ইন্সপেক্টর)  উপস্থিত ছিলেন।

গাজাসহ পুলিশের খাঁচায় গোলাপগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী কছন

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল থেকে ৫০০ গ্রাম  গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত শনিবার (১৮জুলাই) রাত ১১টায় ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ  বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন একটি মামলা ( মামলা নং-২২, তারিখ-১৯-০৭-২০২০ইং) দায়ের করেছে। আটককৃত ব্যক্তি উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির মৃত মকদ্দছ আলীর ছেলে মো: কছন আলী (৫৭)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে যে দত্তরাইল পুরাতন হাসপাতালের পিছনে গাজা বিক্রি করছে। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পূর্ব দত্তরাইল পুরাতন হাসপাতালের পিছন থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫০০গ্রাম গাজা উদ্ধার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে এর আগেও গোলাপগঞ্জ থানায় ১০টি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি। তিনি আরোও বলেন, গোলাপগঞ্জকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত  থাকবে।

গোলাপগঞ্জে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুই জন আসামীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত শনিবার (১৮জুলাই) রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা...

ভাদেশ্বর ইউনিয়ন সংবাদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

0
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে'র ভাদেশ্বর ইউনিয়ন সংবাদ এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার(১৮ জুলাই)  দুপুর ১২ টায় দক্ষিণ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছান আহমদের সভাপতিত্বে এবং এফরাদ আহমদের সঞ্চালনায়  সভার আয়োজন করা হয়। ঈদ উপহার সামগ্রী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ভাগ জামে মসজিদের ইমাম ও খতিব সৈয়দ রাকিব আল হেলালী। আমেরিকা প্রবাসী আবদুল হেলিমের অর্থায়নে ও  ভাদেশ্বর ইউনিয়ন সংবাদ এর তথ্যাবধানে অর্ধ শতাধিক  পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।  এসময় আরোও উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন সংবাদ'র উপদেষ্টা বেলাল উদ্দিন, মাস্টার সেলিম উদ্দিন, আনিসুজ্জামান পাপলু, উপদেষ্টা  রাজু আহমদ, ছয়েফ আহমদ, ওয়াহিদুল ফুরাত,টিপু সুলতান, ভাদেশ্বর ইউনিয়ন সংবাদ এর ভাইস প্রতিবেদক শিবলী শাওন, নজমুল ইসলাম কায়েল,তুহেল আহমদ, ইমাদুর রহমান প্রমুখ।

গোলাপগঞ্জে ট্যাংকির পানি পান করে নারী-শিশুসহ ৮ জন অসুস্থ

0
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ট্যাংকির পানি পান করে নারী-শিশু সহ ৮জন অসুস্থ হয়েছেন। বুধবার সকালে  ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামে এ ঘটনাটি ঘটে। অসুস্থরা হলেন- কানিশাইল গ্রামের মর্তুজ আলী (৪৫), ফজলুল হক (৫৬), সোমা বেগম (১৪), নিলুফা বেগম (৩৩), শামীম আহমদ (২৩), আসমা বেগম (৪৫), সাজেদা বেগম (১৪), সামাদ আহমদ (২৩)। স্থানীয় সূত্রে জানা যায়, কানিশাইল গ্রামের মর্তুজ আলাী ও তার পরিবারের নারীসহ ৮জন সদস্য ট্যাংকির পানি পান করলে এক পর্যায়ে সবাই অসুস্থ হয়ে পড়েন৷ এসময় স্থানীয়রা তাৎক্ষণিক তদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ ব্যাপারে স্থানীয় সদস্য সেলিম আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমি গিয়েছি। তাৎক্ষণিক পানি পান করে অচেতন হওয়া সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানান তিনি।  গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে পানিতে কেউ ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছে।  এই পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তদের পরীক্ষা নিরিক্ষার পর প্রয়োজন হলে  উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

গোলাপগঞ্জে পল্লী বন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির দোয়া মাহফিল

0
আজিজ খান,গোলাপগঞ্জ প্রতিনিধি: গত মঙ্গলবার (১৪ জুলাই) বাদ আছর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কবির আহমদ, দেলোয়ার হোসাইন, সদস্য এস এ মালেক, ইরাজ আলী, আব্দুল মুকিত ললাই, আব্দুর করিম পাখী, খলকুর রহমান, আ ম আব্দুল্লাহ, শামসুদ্দোহা খোকন, খলিলুর রহমান, আব্দিন আলী, গোলজার আহমদ, জালাল আহমদ চৌধুরী, জাতীয় যুব সংহতির সভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক কাওছার হোসেন হীরা, সহ-সভাপতি সেবুল আহমদ, সহ-সম্পাদক সুইট আহমদ প্রমুখ।

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই আটক

0
আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের টিকরপাড়া গ্রাম থেকে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ আটককৃতদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা ( মামলা নং-১৬, তারিখ-১৪-০৭-২০২০ইংরেজি) দায়ের করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত কুতুব আলীর পুত্র ইসলাম উদ্দিন(৫০), ময়মনসিংহের গৌরিপুর থানার ছিনচাপুর গ্রামের মো.আব্দুস সালামের পুত্র মো.নজরুল ইসলাম(৩৮) বর্তমানে সে পৌর এলাকার দাঁড়িপাতন গ্রামে বসবাস করছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় দু'জনকে হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১০৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৪জুলাই) আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent Posts