গোলাপগঞ্জে পশুর হাট বসানো নিয়ে জটিলতা

0
আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে পশুর হাট বসানো নিয়ে দেখা দিয়েছে জটিলতা।গত বছরের ন্যায় এবার মাদ্রাসায় মাঠে যাতে পশুর হাট না বসে এজন্য একটি মহল বিভিন্ন স্থানে লবিং শুরু করে দিয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়। জানা যায়, ১৯৫৯ সাল থেকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসা পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার আলো ছড়াচ্ছে। ২০১৯ সালে এই মাদ্রাসাটি উপজেলার মাঝে শ্রেষ্ঠ প্রতিষ্টান হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও এই মাদ্রাসার হিফজ শাখায় ২৮ জন গরীব শিক্ষার্থী বডিং এ থেকে লেখাপড়া করেন। তাদের থাকা খাওয়ার ভরণপোষণ পশুর হাটের লাভের টাকা ও বিভিন্ন ব্যক্তিদের অনুদানে চলে। এসব কথা বিবেচনা করে মাদ্রাসার স্বার্থে মাদ্রাসার মাঠে পশুর হাট বসানোর জন্য এলাকাবাসী উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। ফতেহপুর, শেখপুরসহ আশেপাশের গ্রামের একাধিক বিশিষ্ট মুরব্বিরা জানান, বিগত ৩৫ বছর ধরে মীরগঞ্জ মাদ্রাসা মাঠে পশুর হাট বসে আসছে। আর এই হাটের লাভাংশ মাদরাসা ও মসজিদের কাজে ব্যবহার হয়ে আসছে। এবারো মাদ্রাসার স্বার্থে যাতে পশুর হাটটি বসে এজন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সয়েফ উদ্দিন বলেন, প্রতি বছরই কুশিয়ার অঞ্চলের মানুষের সুবিধার্তে মীরগঞ্জ মাদ্রাসায় পশুর হাট বসে। এবার একটি পক্ষ মাদ্রাসায় যাতে হাট না বসে এজন্য ষড়যন্ত্র শুরু করেছে। কুশিয়ারা বাসীর সুবিধা চিন্তা করে মীরগঞ্জ মাদ্রাসা মাঠে এবারো পশুর হাট বসানোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, এই পশুর মাঠের ব্যপারে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

প্রধান মন্ত্রীর আর্থিক প্রনোদনা পেলেন গোলাপগঞ্জের শতাধিক শিক্ষক কর্মচারী

0
আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি:  গোলাপগঞ্জ উপজেলার শতাধিক বেসরকারি শিক্ষক ও ১৮ জন কর্মচারী প্রাধানমন্ত্রীর আর্থিক প্রনোদনা পেলেন। চলমান বৈশিক মহামারী করোনা ভাইরাসের কারণে সংকটময় সময়ে গোলাপগঞ্জ উপজেলার ১ শত ২ জন ননএমপিও শিক্ষক জনপ্রতি ৫ হাজার টাকা করে ও ১৮ জন কর্মচারী  ২ হাজার ৫ শত  টাকা করে মোট ৫ লক্ষ ৫৫ হাজার টাকা পেয়েছেন। গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আর্থিক অনুদানের চেক  হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, একাডেমীক সুপার ভাইজার আব্দুল হামিদ, মকবুল আহমদ আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক  আব্দুল মতিন, বৃটিশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল আজমত আলী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দোহা ফজল সিদ্দিকী প্রমুখ।  

গোলাপগঞ্জের দক্ষিণ রায়গড় যুব সংঘের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ সম্পন্ন

0
আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধিঃ  গোলাপগঞ্জের দক্ষিণ রায়গড় গ্রামে স্প্রিংফিড স্টোর কার্ডিফ সাউথ ওয়েলস ইউকের পরিচালক আনোয়ার মুরাদ এর সহায়তায় দক্ষিণ রায়গড় যুব সংঘের উদ্যোগে ২০০ গরিব ও অসহায় পরিবারে মধ্যে চাল বিতরণ করা হয়| রবিবার (১২ জুলাই) দক্ষিণ  রায়গড় যুব সংঘের  উপদেষ্টা জয়নাল আহমদের  সভাপতিত্বে  সাধারণ সম্পাদক আবু সালমান খাঁন সাদি ও যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহমদের যৌথ পরিচালনায় দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১০ টায় ত্রান সামগ্রী বিতরণের আয়োজন কর হয়। এসময় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আব্দুর রহীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সমবায় সমিতির অফিসার জামাল মিয়া, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের ৫নং ওর্য়াডের সদস্য শিক্ষানুরাগী, সমাজ সেবক সেলিম আহমদ, দক্ষিণ রায়গড় যুব সংঘের উপদেষ্টা সফিক উদ্দিন, আজমল হোসেন, অর্পূব চক্রবর্তী, লোকমান আহমদ রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ রায়গড় যুব সংঘের সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নওশাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, সহ-সাংগঠনিক জাকির আহমদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ খাঁন জয়, প্রচার সম্পাদক রাজু আহমদ, সহ-প্রচার সম্পাদক কামিল আহমদ, কোষাধ্যক্ষ মাছুম আহমদ, সমাজ কল্যান সম্পাদক নিজু আহমদ, শিক্ষা সাহিত্য সম্পাদক শাহরিয়ার আহমদ পাপন, আইন বিষয়ক সম্পাদক রিপন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান আহমদ, যুব সম্পাদক পাবেল আহমদ, ক্রীড়া সম্পাদক রাছেল আহমদ, সদস্যঃ ছায়েম, কামরুল, নাহিদ, রাহাত, জুয়েল আবেদীন, জুবায়েল, শারুফ প্রমুখ।

গোলাপগঞ্জে ভারতীয় নিষিদ্ধ বিড়ি-নগদ টাকা সহ আটক ১

0
আজিজখান, গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে  নিষিদ্ধ ভারতীয় নাছির বিড়ি ও ৪০ হাজার ১শত টাকা সহ আবজাল হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।  রোববার(১২ জুলাই) ২ টা ৩০ মিনিটের দিকে পুরকায়স্থ বাজার থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ  বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে...

গোলাপগঞ্জের লক্ষিপাশা আসর থেকে ৮ জুয়ারী আটক

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়নের কোনাচর বাজার থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ জুয়ার আসর থেকে ৮ জুয়ারীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৫ হাজার ৯ শত ৬৫ টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের মৃত ফুরকান মিয়া ছেলে জিলাল উদ্দিন (৬০), কোনাচর গ্রামের মৃত তজম্মুল খানের পুত্র রিয়ান খান (৪২), বশির উদ্দিনের পুত্র এলন আহমদ (৪০), মৃত আজির উদ্দিনের পুত্র নিজাম উদ্দিন (৪০), শ্রীবহর গ্রামের মৃত আরজদ আলীর পুত্র জামাল উদ্দিন (৫৫), জগঝাপ গ্রামের মৃত চান খানের পুত্র রহমত খান (৩৪), মৃত আইয়ুব আলীর পুত্র নিমার আলী (৪৫), মৃত আব্দুর রাজ্জাকের পুত্র সহিদ উদ্দিন (৪২)। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লক্ষিপাশা ইউনিয়নের কোনাচর বাজারের একটি কক্ষে কতিপয় লোক জুয়া খেলছে। তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

0
আজিজ খান, -গোলাপগঞ্জ প্রতিনিধি: বুধবার সকাল সাড়ে ১০ টায় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিপু আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত দিপু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল মিয়ার তৃতীয় ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দিপু আহমদ গত ৩০ জুন মোটরসাইকেল যুগে সিলেটে যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ রোডের কুচাইস্থ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ৮দিন পর হাসপাতালে অবস্থায় তার মৃত্যু হয়।

গোলাপগঞ্জে গৃহবধুকে নৌকায় ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (৬ জুলাই) রাতে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আবু বক্কর (২৮) সে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কুশিয়ারা তদন্ত কেন্দ্রর ইনর্চাজ (পুলিশ পুরিদর্শক) মুরাদ উল্যাহ বাহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, আসামি আবু বক্করের বিরুদ্ধে ২৫ বছর বয়সী এক গৃহবধুকে ধর্ষণের মামলা রয়েছে। ওই গৃহবধু গত ৫ ফেব্রুয়ারী তার বাবার বাড়ি বসন্তপুর গ্রাম হইতে তার স্বামীর বাড়ি বাগলা নোয়াপাড়া যাওয়ার পথে আসামি আবু বক্কর নৌকার মাঝে জোরপূর্বক ধর্ষন করার অভিযোগে ভিকটিম নিজে বাদী হয়ে একটি মামলা করেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। সে আদালতে ধর্ষণের স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছে বলে জানান তিনি।

গোলাপগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল কোর্টেও ১৫টি মামলা ও ৩ হাজার টাকা জরিমানা

0
আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় চালক ও যাত্রীদের বিরুদ্ধে মোট ১৫ টি মামলা এবং এসব মামলা থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোট। সামাজিক দূরত্ব, গ্লাভস ও মাস্ক ব্যবহার না করায় তাদের বিরোদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।  সোমবার(৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মুখে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয় । মামুনুর রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকার নানা উদ্দ্যোগ হাতে নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশও রয়েছে। এরা স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় ১৫টি মামলা ও ২০০টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগীতা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

গোলাপগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে এবার হাঁস বিতরণ

0
আজিজ খান,গোলাপগঞ্জ প্রতিনিধি: সোমবার (৬ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০জন ভিক্ষুকের মধ্যে ১০০টি হাঁস বিতরণ করা হয়েছে৷ হাঁস বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, গোলাপগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করেছে । এরই ধারাবাহিকতায় আজ ১০ জন ভিক্ষুককে ১০ টি করে হাঁস বিতরণ করা হয়েছে। যাদের হাঁস দেওয়া হয়েছ তাঁরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে তারা আর ভিক্ষা করবেনা। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এর পূর্বেও একজন ভিক্ষুককে ২৩ হাজার টাকা মূল্যের একটি গরু ও আরও দুজনকে ১০হাজার টাকা মূল্যের দুটি ছাগল এবং ২৯ জন ভিক্ষুককে ১২০০ টাকা করে নগদ ও সবজির বীজ বিতরণ করা হয়।

যুবদল নেতা মরহুম জায়েদ আহমদ’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: গত ৩ জুলাই শুক্রবার বাদ জুম্মাহ ভাদেশ্বর পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা মরহুম জায়েদ আহমদে'র রুহের মাগফেরাত কামনা করে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহির উদ্দিন শরিফের সভাপতিত্বে যুবদল নেতা রাজু আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক নুরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইয়াজ আলি, আলী আক্তার,মোঃ আব্দুল কাদির, উপজেলা যুবদল নেতা রাজু আহমদ, হোসাইন আহমদ, ইমতিয়াজ উদ্দিন সাবলু,সাইদ সালমান,নজরুল ইসলাম ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শাহান আহমদ, পৌর ছাত্রদল নেতা সুহেদ আহমদ, টিপু সুলতান।  এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা, শাহিন আহমদ,ইফতেখার মান্না,আলতাফ হোসেন,তপু আহমদ, হোসেন আহমদ,সাইদুল, সাব্বির, সুরমান,সাজ্জাদ, তানভির, শাওন, রুবেল, রাব্বি, নওশাধ খান হিমেল,উজ্জল আহমদ, কলেজ ছাত্রদল নেতা নাদির আহমদ সহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, মানুষের ক্ষণস্থায়ী জীবন থেমে যেতে পারে যেকোনো মুহূর্তে। কিন্তু নিজ কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে অনন্তকাল। গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা মরহুম জায়েদ আহমদের এমনই একজন মানুষ ছিলেন, যাকে আজীবন মনে রাখবে গোলাপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীরা । দলমত নির্বিশেষে সবার সাথেই ছিল তার হৃদতার সম্পর্ক। তার এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। পরিশেষে মরহুম জায়েদ আহমদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ ফাতেহা পাঠ ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিমভাগ মসজিদের ইমাম ও খতিব। পরে শিরন্নি বিতরণ করা হয়।

Recent Posts