গোলাপগঞ্জে অপহরণ ও চাঁদাদাবি মামলায় ২ আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে অপহরণ ও চাঁদাদাবি মামলায় ২জন পলাতক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট একশ্যান ব্যাটেলিয়ন-৯ (র‌্যাব -০৯)। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের তবারক আলীর ছেলে নাঈম আহমদ (২০) ও ঘোগারকুল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র ওয়াহিদ আহমদ (২২)। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় অপহরণ ও চাঁদাদাবি (মামলা নং- ১৯/১৪-০৮-২০২০ইংরেজি) মামলা রয়েছে। শুক্রবার র‌্যাবের পক্ষ থেকে এ তথ্যগুলো নিশ্চিত করা হয়। ‌‌র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিট একশ্যান ব্যাটেলিয়ন- ৯ এর স্পেশাল কোম্পানির (ইসলামপুর ক্যাম্প) কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে ওয়ারেন্টভুক্ত আসামী নাঈম আহমদ ও ওয়াহিদ আহমদকে গ্রেপ্তার করা হয়। সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মহাপ্রভু শ্রীচৈতন্য মন্দির পরিদর্শন করেছেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে মহাপ্রভু শ্রীচৈতন্য মন্দির পরিদর্শন করেছেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেলে মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, এএসপি মাহবুবুল আলম, এএসপি ও গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরী, গোলাপগগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুর রহিম প্রমুখ। পরিদর্শন কালে তিনি বলেন, এবছর করোনার কারণে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী সীমিত পরিসরে পালন করা হচ্ছে। সবাই মিলে আমরা আমাদের সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে মন্দির পরিদর্শনে এসে এসব কথা বলেন।

গোলাপগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযানে হাইড্রোলিক হর্ন অপসারণ

0
গোলাপগঞ্জ প্রতিনিধি : শব্দদূষণ রোধে গোলাপগঞ্জে যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার(১১ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গোলাপগঞ্জ মডেল থানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন থেকে ৫০ টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ অপসারন করা হয়। হাইড্রোলিক হর্ণ অপসারন অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, টিআই দেলোয়ার হোসেন, ট্রাফিক সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত, কনস্টেবল জহিরুল ইসলাম, এস আই হেলাল সহ একদল পুলিশ। ট্রাফিক সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত জানান, হাইড্রোলিক হর্ন সরকারীভাবে নিষিদ্ধ হওয়ার পরেও তারা হর্ন বাজিয়ে পরিবশের ক্ষতি করছিল। আজ বিভিন্ন যানবাহন থেকে ৫০টার মত নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ডিমলার সংঙ্গীতশিল্পী দৃষ্টিপ্রতিবন্ধি শ্যামল চন্দ্র একটি ঘর ও দোতারা পেলেই চির সুখী আবেদন প্রধানমন্ত্রীর...

0
আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ মায়ের কান্দন, যাবজ্জীবন দুই চার মাস বোনের কান্দন, ঘরের পরিবারের কান্দন, কয়েক দিন পর থাকে না, দুখের দরদী আমার...

গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৩

0
৭ আগষ্ট শুক্রবার দুপুর ২টায় গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির পশ্চিম বারকোট গ্রামে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা সহ ৩জন আহত হয়েছেন। এ ঘটনায় বিকেলে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল বারিক। হামলার ঘটনায় আহতরা হলেন বারকোট গ্রামের আব্দুল বারিকের স্ত্রী রিতা বেগম (৫০), বারিক আলীর ভাতিজি রুমা বেগম (৩০) ও ভাতিজা জাহাঙ্গীর আলম (২২)। অভিযোগে পশ্চিম বারকোট গ্রামের ওজু রহমানের পুত্র মাছুম আহমদ (৪০), সুমন আহমদ (৩০), আপ্তাব আলীর পুত্র আবু তাহের (৪০), মৃত মছব আলীর পুত্র শাহান আহমদ (৩০), মৃত ফরিজ আলীর পুত্র লুৎফুর রহমান লুতু (৫০) মৃত মনির আলীর পুত্র দুদু মিয়া (৫৫) সহ আরো ৫/৬ জনকে অভিযুক্ত করা হয়। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বারকোট গ্রামের আব্দুল বারিকের সাথে একই গ্রামের ওজু রহমানের পুত্র মাছুম আহমদ ও সুমন আহমদ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার (৭আগস্ট) দুপুরে মাছুম আহমদ ও সুমন আহমদ গংরা আব্দুল বারিকের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তাদের হামলায় আব্দুল বারিকের স্ত্রী রিতা বেগম, ভাতিজা জাহাঙ্গীর আলম ও ভাতিজি রুমা বেগম আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আহতদের তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল বারিক বলেন, আমি একি গ্রামের প্রবাসী ছমির উদ্দিন ও নুর উদ্দিনের জমিতে বর্গা চাষ করি। এতে বিবাদীগণ বিভিন্ন সময় আমায় ভয়ভীতি প্রদর্শন করতো। আমি স্থানীয় ইউপি সদস্য সহ মুরব্বিদের অবগত করে সমস্যা সমাধানের চেষ্টা করে ব্যার্থ হই। শুক্রবার জুমার নামাজে ছিলাম। এই সুযোগে মাছুম আহমদ ও সুমন আহমদ গংরা বাড়িতে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আমার স্ত্রী ভাতিজা ও ভাতিজিকে আহত করে। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোলাপগঞ্জে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭)এর প্রতিবাদ সভা ও কর্মসূচী ঘোষণা

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর আওতাভুক্ত বৃহত্তর ভাদেশর উপ-পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় ভাদেশ^র বাজারে বৃহত্তর ভাদেশ^র উপ-পরিষদের সভাপতি আব্দুল কুদ্দছ এর সভাপতিত্বে ভাদেশ^র সিএনজি শাখার সহসম্পাদক রুহেল আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এন সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়েছ আহমদ, বদরুল ইসলাম, জুবের আহমদ, ফয়জুর রহমান, জসিম উদ্দিন, টুটন আহমদ, খলিল আহমদ, রহিম উদ্দিন, বাবলু মিয়া প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ভাদেশ^র ইউনিয়নের আবুল মিয়ার ছেলে লায়েন আহমদ(২৮) ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর অত্র শাখার চালক এমরান আহমদের উপর ধারালো অস্ত্রদিয়ে রক্তাক্ত জখম করলে বর্তমান ভারপ্রাপÍ চেয়ারম্যান আলা উদ্দিন সাহেসহ এলাকার মুরুব্বীরা স্থানীয়ভাবে নিস্পত্তি করিয়া দিবেন মর্মে গোলাপগঞ্জ থানা থেকে তাকে জামিনে আনেন। সেই ক্ষত শুকানোর আগে গত শনিবার (১ জুলাই) আবারো চালক জুয়েলকে দেশীয় অস্ত্রদিয়ে রক্তাক্ত করে। সে এখন সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়  আছে। লায়ন আহমদ ও রত্নের বিরুদ্ধে ইতিমধ্যে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছি। তাই সন্ত্রাসী লায়ন আহমদ ও রত্নকে গ্রেফতারের দাবীতে  আগামী বৃহস্পতিবার (৬ আগষ্ট) মানববন্ধন, ৮ আগষ্ট উপজেলা ও জেলা প্রশাসনে স্মারকলিপি এবং ১০ আগষ্ট সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সকল বেসিক ইউনিয়ন তথা ট্রাক, বাস, মিনিবাস, কার-লাইটেস সকলকে নিয়ে সম্মিলিতভাবে কঠোর কর্মসূচী ঘোষণা করব। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

গোলাপগঞ্জে দুই শতাধিক কর্মহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

0
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে লক্ষণাবন্দ ইউনিয়ন প্রবাসী অনলাইন বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) পুরকায়স্থ বাজারে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান আহবায়ক কমিটির সদস্য আনহার উদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপি নেতা নুর উদ্দিনের সঞ্চালনায় দুই শতাধিক অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে লক্ষণাবন্দ ইউনিয়ন প্রবাসী বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান উজ্জল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা ওলিউর রহমান শামীম , প্রবাসী অনলাইন গ্রুপের পক্ষে সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট জেলা আইন ফোরামের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা রেকল আহমদ, লক্ষণাবন্দ ১নং ওয়ার্ড সভাপতি আতিকুর রহমান, ২ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোবারক আলী, ৫ ওয়ার্ড বিএনপির সভাপতি কয়েস আহমদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেদুয়ান আহমদ, নজরুল ইসলাম, ছায়েদ আহমদ, উপজেলা যুবদল নেতা সালেহ আহমদ, রিয়াজ আহমদ, বিএনপি নেতা ফরিদ আহমদ, গৌছ আহমদ, যুবদল নেতা মুজিবুর রহমান, সাবেক ঢাকাদক্ষিন ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা ছাদেকুর রহমান জবরুল, উপজেলা ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ টিপলু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদল নেতা কামিল তালুকদার, তোফায়েল আহমদ সুমেল, তায়েফ আহমদ রুহেল , হাবিবুর রহমান মুন্না, শুভ আহমদ,সায়েম আহমদ,থানা ছাত্রদল নেতা ফয়ছল আহমদ.ছাত্রদল নেতা ইফতেখার আহমদ, যুবদল নেতা হিফজুর আহমদ.যুবনেতা জাহেদ আহমদ, মনজুর আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা ইফতেখার আহমদ, মুজিব আহমদ,ফয়সাল আহমদ, জবরুল ইসলাম, ইউসুফ আহমদ, রায়হান আহমদ, আজাদ আহমদ, জাকির হোসেন, নাজু আহমদ,জাহেদ আহমদ, আজাদ,আহমদ, ছাত্রনেতা মাহবুব রহমান, শামিম আহমদ, হাকিম আহমদ, মাজেদ আহমদ, রায়হান প্রমুখ।

গোলাপগঞ্জে নতুন আরো ২জন করেনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২০৮

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলায় নতুন আরও  ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।  এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৬ জন,মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৮১ জনের। মৃত্যুবরণ করেছেন ১০ জন। সোমবার (২৭ জুলাই) রাতে এদের নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন। তিনি বলেন আক্রান্তরা নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি অবস্থায় নমুনা দিয়েছিলেন। আবার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাদের রিপোর্ট নেগেটিভ এসছে।  আক্রান্তরা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের করগ্রাম এলাকার আব্দুল মালিক (৭৫) ও বাঘা ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের মো. রহিম আহমদ (২৫)। এদিকে নতুন আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করা হবে এবং সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা যায়।

গোলাপগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ৫শ গ্রাম গাঁজাসহ দিলওয়ার হুসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃত দিলওয়ার হোসেন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।  গত শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউপির হেতিমগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং- ৩১, তারিখ-২৪/০৭/২০২০ খ্রিঃ) দায়ের করেছে। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে।

গোলাপগঞ্জে আরোও ১৩জনের শরীরে করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২০৪

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে একই পরিবারের ৭জন সহ নতুন আরও ১৩জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই)  রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর ইসলাম শাহিন। এ নিয়ে নতুন ৯জন সহ গোলাপগঞ্জ উপজেলায় করোনা রোগীর সংখ্যা ২০৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন এবং মারা গেছেন ৯জন। নতুন শনাক্তরা হলেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের করোনা আক্রান্ত হয়ে নিহত হেলাল উদ্দিনের পরিবারের রেহানা বেগম (৫০), জুমা বেগম (২৮), সাদিয়া বেগম (১৫), শিল্পী বেগম (৪০), রিপা বেগম (২৮), রাজু আহমেদ (৩৫), রায়হান আহমদ (৩), দক্ষিণ ভাগ গ্রামের বিদেশ যাত্রী আব্দুর রহমান (৩৩) ও ফারহানা আক্তার (৬৪), বাঘা ইউনিয়নের রোস্তমপুর গ্রামের আনু মিয়া ওরফে আব্দুল মন্নান (৩৭), আমুড়া ইউনিয়নের ডামপাল গ্রামের বিদেশ যাত্রী সয়েফ উদ্দিন (৬৮) এবং বিদেশ যাত্রী সাকু বেগম ও সফিকুর রহমান। এই দুইজনের ঠিকানা জানা যায়নি।

Recent Posts