160527100506_obama_hiroshima_640x360_afp_nocredit

বিডি নীয়ালা নিউজ(২৭ই মে১৬)-আন্তর্জাতিক ডেস্কঃ প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা শুক্রবার জাপানের হিরোশিমার আনবিক হামলার জায়গা সফর করেছেন।

যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে আনবিক বোমা ফেলে শহরটিকে ধ্বংস করেছিল।

বিষন্ন চেহারার মি. ওাবামা ঐ হামলায় যারা প্রাণে বেঁচে গিয়েছিলেন তাদের সাথে কথা বলেন এবং স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণকরেন।

এ সময় তার সাথে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে।

এর পর এক ভাষণে মি. ওবামা বলেন, হিরোশিয়ার ওপর আনবিক বোমা হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল যে মানবজাতি নিজেকে ধ্বংস করার ক্ষমতা তৈরি করে ফেলেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আনবিক বোমা হামলায় হিরোশিমার এক লক্ষ ৪০ হাজার বাসিন্দা প্রাণ হারান।

বিবিসি……

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে