nilphamary-2-300x164

বিডি নীয়ালা নিউজ(২৭ই মে১৬)-(আ,,,মহিউদ্দিন শেখ)কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গম সংগ্রহ অভিযানে চড়ম অনিয়ম করায় প্রকৃত কৃষকরা সুবিধা থেকে বঞ্চিত হয়ে পরেছে।
সরকার কৃষকদের ন্যায্য মুল্য দেয়ার লক্ষ্যে কিশোরগঞ্জ উপজেলায় চলতি মওসুমে ২শ’ ২৮ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যেমাত্রা নির্ধারণ করে। সরকারের এই উদ্দোগে কৃষকদের মুখে হাসি ফুটলেও নীতি নিধারকদের চড়ম অব্যবস্থাপনায় প্রকৃত কৃষকদের সব আশা বিলিন হয়ে পরে। দলের হোমড়া-চোমরাদেও দাপট ও গম সংগ্রহ অভিযান কমিটির অব্যবস্থাপনায় চাষীদের তালিকা তৈরী করা হয়। এদিকে সরেজমিন ঘুরে দেখা গেছে, তালিকাভুক্ত চাষিরা অধিকাংশই গম চাষী নয়। এক শ্রেণির ফড়িয়া ব্যবসায়ী ও দলের হোমরা-চোমরা নিরীহ কৃষকদের কাছ থেকে কৃষি ভর্তুকী কার্ড ১শ’ থেকে ২শ’ টাকার বিনিময়ে নিয়ে তা কৃষি দপ্তওে জমা করে। এসব কৃষকের নাম চুড়ান্ত তালিকায় চলে আসে। হোমরা-চোমরাদেও দাপটে প্রকৃত কৃষকরা সরকারের এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে পরে। কিশোরগঞ্জ যদুমনি এলাকার গম চাষী সফিয়ার রহমান (২৭), কেশবা এলাকার মোফা (২৮), শরিফুল (৩০) ইসলামের সাথে কথা হলে তারা জানান, অনেক ধর্ণা দিয়ে নাম লেখাতে না পেরে পানির দামে বাজারে গম বিক্রি করেছি। কিশোরগঞ্জ উপজেলার গম সংগ্রহ অভিযান কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সামসুলের সাথে কথা হলে তিনি জানান, কৃষি দপ্তর থেকে গম চাষীদের তালিকা নিয়ে উপজেলা খাদ্য সংগ্রহ কমিটি যাচাই-বাচাই করে গম চাষীদের তালিকা প্রণয়ন করেছে। এক্ষেতে কোন অনিয়মের আশ্রয় নেয়া হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে