আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাট-১(হাতীবান্ধা- পাটগ্রাম) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেছেন, “বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এখনো এদেশে ২২ লক্ষ কোটি মেট্রিক টন খাদ্য দ্রব্য মজুদ রয়েছে।

রোববার (২০ মার্চ) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট ০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি আরোও বলেন এ সরকার উন্নয়নের সরকার তাই নৌকার কোন বিকল্প নেই । তিনি বলেন বিএনপির দেশকে নিয়ে যে ষড়যন্ত্রই করুক না কেন তাতে তারা সফল হতে পারবে না।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু,পিআইও মাইদুল ইসলাম শাহ্, সিঙ্গিমারি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজুল্লাহ তাইফুন, টিসিবির ডিলার শামীম খান উপস্থিত ছিলেন।

ইউএনও সামিউল আমিন এ প্রসঙ্গে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)এর আওতায় রমজান মাসে পণ্য সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকার ভুর্তকি মূল্যে অতিদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।

এরই আলোকে আজকে সিংগীমারী ইউনিয়নের ৩ স্থানে ১৯২৩ জনের মধ্যে ও হাতীবান্ধা উপজেলায় মোট ১৮,০৮৬ জনের মাঝে এ টিসিবির পণ্য ভূর্তকি মূল্যে বিতরণ করা হবে। এ সময় ৪৬৫ টাকার মধ্যে ২ লিটার করে তেল, চিনি ও ডাল নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রয় করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে