স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় লকডাউনে গত তিনদিনে স্বাস্থ্যবিধি না মানায় শনিবার বিকাল তিনটা পর্যন্ত ৩৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পরিবহন আইনে এক ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানাসহ মোট ২৬ হাজার একশ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম এবং সহকারী কমিশনার ভূমি রাকিবুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, বলেন লকডাউন চলাকালে সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৩৪ জনের নামে মামলা এবং ২৬ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী এক ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনা করার সময় অসচ্ছল দেড় হাজার মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, সহকারী কমিশনার ভুমি রাকিবুজ্জামান,থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাংবাদিক প্রমুখ। মোঃ আলম হোসেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে