খন্দকার মোঃ হানিফ

ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে
শান্তি এনেছি ছিনে,
৭১-এ যুদ্ধ করে দেশ পেয়েছি
রক্তের দামে কিনে।

নয়টি মাস যুদ্ধ করে
হার মানিয়েছি টিক্কাকে
আজো বেঁচে আছে হায়নার দল
হামলা করছে দেশটিকে।

বাঁচার জন্য ৭১-এর কত মা,বোন
হয়েছে হয়রাণ,
আজো আমরা বাঁচার জন্য
হাতে নিয়েছি লাল নিশান।

তবে কারা করছে কুচক্র
দেশটিকে করছে ছাড়খার,
তারাই হচ্ছে আসল বেহায়া
আলবদর আর ছহি রাজাকার।

৭১-এ ভাটা পড়েছে কত রহিমার শংসার
স্বাধীনতা তুমি কার ?
আবার আমরা গর্জে উঠবো
আহা কি চমৎকার,
স্বাধীনতা তুমি আমার।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে