ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলে পাথর ধসে একটি স্বর্ণ খনিতে আটকে পড়া চার শ্রমিক মারা গেছে। ন্যাশনাল ইউনিয়ন অব মাইন ওয়ার্কাস (এনইউএম) এ কথা জানিয়েছে।
সূত্র মতে, অর্কনি শহরের তাও লেকোয়া খনিতে শুক্রবারের দুর্ঘটনার পর পঞ্চম শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, চার খনি শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া গেছে।
এর আগে শনিবার উদ্ধারকারী দলের সঙ্গে ওই চার শ্রমিকের যোগাযোগ বন্ধ হয়ে যায়। খনির গভীর তলদেশে শেষ পর্যন্ত তারা দমবন্ধ হয়ে মারা গেছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে। বিশ্বের সবচেয়ে গভীর খনিগুলো এই অঞ্চলেই রয়েছে।

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে