জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ৫৪৪ দিন পর স্কুলের মাঝ পথে গিয়ে হাতে ফুল পেয়ে উচ্ছ্বসিত নীলফামারীর সৈয়দপুর শহরের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সড়কে শিক্ষার্থীদের দেখা মেলায় এমন উদ্যোগ নিয়েছে নীলফামারী ও সৈয়দপুর ট্রাফিক বিভাগের পক্ষ্য থেকে। রোববার সকালে এমন দৃশ্য চোখে পড়েছে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মাঝে। ট্রাফিক বিভাগের সদস্যরা ফুলের সাথে হ্যান্ড স্যানিজেটর ও সার্জিকাল মাস্ক বিতরণ করেছে।

এ প্রসঙ্গে নীলফামারী ট্রাফিক বিভাগের পরিদর্শক (সড়ক ও যানবাহন)নাহিদ চৌধুরী পারভেজ জানান,শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ দিতে এ উদ্যোগ নিয়েছি। কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধিমেনে চলতে এ উদ্যোগ অনেক উৎসাহ দিবে নিশ্চিত ।

এ সময় সৈয়দপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক জ্যোতিময় রায়,পুলিশ সাজেন্ট আশরাফ কোরাইশি উপস্থিত ছিলেন ।
ট্রাফিক বিভাগের এমন উদ্যোগ গোটা জেলা জুড়ে প্রশংসায় ভাসছে। সাধুবাদ জানিয়েছে অভিভাবক ও সাধুমহল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে